খুলনা বিশ্ববিদ্যালয়ে এমবিএ ও এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে ভর্তির সুযোগ
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনে ২০২৪-২৫ সেশনে দ্বিতীয় ব্যাচে ইভিনিং এমবিএ ও এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
ইভিনিং ও এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের বিস্তারিত
ইভিনিং এমবিএ ২০২৪-২৫ (২য় ব্যাচ):
১. যোগ্যতা: ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি।
২. আসনসংখ্যা ৪৫।
৩. ক্লাসের সময়: ছুটির দিন সন্ধ্যায়।
৪. আবেদন ফি লাগবে: ১ হাজার ৫০০ টাকা।
এক্সিকিউটিভ এমবিএ ২০২৪-২৫ (২য় ব্যাচ) :
১. যোগ্যতা: তিন বা চার বছরের ব্যাচেলর ডিগ্রি, কমপক্ষে দুই বা তিন বছরের কাজের অভিজ্ঞতা গ্র্যাজুয়েশনের পর।
২. আসনসংখ্যা ৩৫।
৩. ক্লাসের সময়: শুধু শুক্রবার।
৪. আবেদন ফি লাগবে: ২০০০ টাকা।
আবেদনের শেষ তারিখ
১. ইভিনিং এমবিএ: ৪ আগস্ট ২০২৫।
২. এক্সিকিউটিভ এমবিএ: ১৭ আগস্ট ২০২৫।
নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ
১. ইভিনিং এমবিএ: ৪ আগস্ট ২০২৫।
২. এক্সিকিউটিভ এমবিএ: ১৯ আগস্ট ২০২৫।
ভর্তি পরীক্ষা হবে
১. ইভিনিং এমবিএ: ৯ আগস্ট, সকাল ১০টা।
২.এক্সিকিউটিভ এমবিএ: ২২ আগস্ট, সকাল ১০টা।
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট