কারিগরির ৪ বছর মেয়াদের ডিপ্লোমায় ভর্তি আবেদনের সময় বাড়ল

কারিগরি শিক্ষা বোর্ডছবি: সংগৃহীত

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। আবেদন করা যাবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত। একই সঙ্গে দুই বছরমেয়াদি উচ্চমাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি আবেদনের সময়ও বাড়ানো হয়েছে। গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে জানা যায়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি প্রতিষ্ঠান এবং দুই বছর মেয়াদি উচ্চমাধ্যমিক পর্যায়ের সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির আবেদন ও ভর্তির সময়সূচি আগামী ৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। এর আগে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি আবেদনের সময় নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন