জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণিতে মাস্টার্স, কোর্সের মেয়াদ ১ বছর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে গণিত বিষয়ে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে ফল-২০২৫ সেশনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রোগ্রামের বিবরণ—
১. কোর্সটির মেয়াদ ১ বছর
২. সেমিস্টার ২টি
৩. ক্রেডিট সংখ্যা: ৩৮ ক্রেডিট
৪. আবেদন ফি: ১০২০ টাকা
৫. ক্লাসের দিন: শুক্র ও শনিবার

আরও পড়ুন

ভর্তির যোগ্যতা—
১. গণিত/ফলিত গণিত/পদার্থবিজ্ঞান/রসায়ন/পরিসংখ্যান/ইঞ্জিনিয়ারিং বা সমমান বিষয়ে বিএসসি অনার্স ডিগ্রি।
২. মাইনর বিষয় হিসেবে গণিত ছিল, এ রকম যেকোনো বিষয়ে বিএসসি অনার্স ডিগ্রি।
৩. অনলাইনে আবেদন করতে লিংক

ভর্তির দিন যেসব কাগজ লাগবে—
১. সব একাডেমিক ডকুমেন্ট।
২. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।

ভর্তির বিস্তারিত তথ্য—
১. আবেদনের শেষ তারিখ: ১২ জুন ২০২৫  
২. ভর্তি পরীক্ষার তারিখ: ১৩ জুন ২০২৫। সময়: শুক্রবার, সকাল ১০টা-১১টা
৩. ভর্তির তারিখ: ১৫ জুন থেকে ১৪ জুলাই ২০২৫
৪. ক্লাস শুরুর তারিখ: ৪ জুলাই ২০২৫।