জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের এমএড দ্বিতীয় সেমিস্টারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের এমএড দ্বিতীয় সেমিস্টারের মৌখিক পরীক্ষা আগামী ৫ থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের জন্য নিয়োগপ্রাপ্ত বহিঃপরীক্ষক ও সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষকে যথাসময়ে পত্র মারফত জানানো হবে। সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়োগ করা বহিঃপরীক্ষকের সঙ্গে যোগাযোগ করে তারিখ নির্ধারণ ও পরীক্ষা নেবে।