জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফল সেমিস্টারে ২০২৩-২৪ সেশনে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট (এইচআরডি) ও ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপে শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এক বছর মেয়াদি তিন সেমিস্টারের এ কোর্সের ক্লাস প্রতি শুক্র ও শনিবারে অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীরা ২২ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে;
স্নাতকে (সম্মান) সিজিপিএ/জিপিএ ন্যূনতম ২.৫ অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে;
বিএ/বিএসএস/বিএসসি (পাস) স্নাতকধারীদের মাস্টার্স ডিগ্রি থাকতে হবে;
আবেদন যেভাবে করবেন
ইন্টারনেটের ব্রাউজারে ক্লিক করলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ওয়েবপেজ-এ Online Application অপশন পাওয়া যাবে।
Online Application অপশনে ক্লিক করে পেজে শিক্ষাগত যোগ্যতাসহ যাবতীয় তথ্য প্রদান করে Submit বাটনে ক্লিকের মাধ্যমে পরবর্তী পেজে ছবি ও স্বাক্ষর দিয়ে Finish বাটনে ক্লিক করতে হবে;
আবেদনপত্র সাবমিটের পর ৬ ডিজিটের বিল নম্বর পাঠানো হবে আপনার মুঠোফোন নম্বরে,
এরপর পেমেন্ট অপশনে বিল নম্বর ও ট্রানজেকশন আইডি দিয়ে আবেদন ফি হিসেবে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকের মাধ্যমে ১,০০০ টাকা পাঠাতে হবে;
গুরুত্বপূর্ণ তারিখ
ভর্তি পরীক্ষা: ২৫ আগস্ট, শুক্রবার, সকাল ১০টা থেকে ১২টা;
মৌখিক পরীক্ষা: ২৫ আগস্ট (লিখিত পরীক্ষার পরে), মৌখিক পরীক্ষার সময় মূল মার্কশিট ও সার্টিফিকেটের কপি সঙ্গে আনতে হবে;
ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: ১৫ সেপ্টেম্বর, শুক্রবার;
ভর্তিবিষয়ক আরও তথ্য পেতে ক্লিক করুন।