গুচ্ছভুক্ত ড্রয়িং পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরাফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয়ের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের অধীনে আর্কিটেকচারের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা প্রবেশপত্রে উল্লিখিত সময়েই অনুষ্ঠিত হবে। ২৭ এপ্রিল বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। ড্রয়িং পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনাও প্রকাশ করা হয়েছে গুচ্ছভুক্ত ওয়েবসাইটে। সেখানে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।

আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি—

* প্রত্যেক পরীক্ষার্থীকে তাঁর প্রবেশপত্রে উল্লেখিত নির্ধারিত কক্ষের নির্দিষ্ট আসনেই পরীক্ষা দিতে হবে;

* ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্রটি অবশ্যই সঙ্গে রাখতে হবে;

* পরীক্ষায় অঙ্কনের জন্য শুধু কালো পেনসিল ব্যবহার করতে হবে। কোনো প্রকার রং বা কলম ব্যবহার করা যাবে না;

* পরীক্ষায় অঙ্কন মুক্তহস্তে হতে হবে; স্কেল, কম্পাস বা কোনো প্রকার মাধ্যম ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ঢাকা), ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), খুলনা বিশ্ববিদ্যালয় (খুলনা), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দিনাজপুর), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোয়াখালী), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুমিল্লা), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যশোর), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবনা), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল), রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাঙামাটি), রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (সিরাজগঞ্জ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় (গাজীপুর), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী), কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ), চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁদপুর), সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুনামগঞ্জ) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিরোজপুর)।

আরও পড়ুন
আরও পড়ুন