জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণিতে প্রফেশনাল মাস্টার্স, গণিত মাইনর হলেও আবেদন
আবেদনের যোগ্যতা—
গণিত/ফলিত গণিত/পদার্থ বিজ্ঞান/রসায়ন/পরিসংখ্যান/ইঞ্জিনিয়ারিং বা সমমানের বিষয়ে বিএসসি (অনার্স) ডিগ্রি। মাইনর বিষয় হিসেবে গণিত ছিল এ রকম যেকোনো বিষয়ের বিএসসি (অনার্স) ডিগ্রি।
আবেদন ফি: ১০২০/- টাকা
আবেদন শেষ: ৯ জানুয়ারি, ২০২৫
ভর্তি পরীক্ষা: ১০ জানুয়ারি ২০২৫ সময়—সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত (শুক্রবার)
ভর্তি কার্যক্রম ১২.১.২০২৫ থেকে ২৩.১.২০২৫
যেকোনো তথ্যর জন্য যোগাযোগ—
অধ্যাপক মো. আইয়ুব আলী, মোবাইল—০১৫৫২৪৩২২৮১ (প্রোগ্রাম ডিরেক্টর)
অধ্যাপক: মো. রেজাউল করিম, মোবাইল: ০১৭১৫৩৩৩৩৭৩
মো. আবু হানিফ সরকার; মোবাইল—০১৭১২৩২৬৮৮৬
ভর্তি পরীক্ষার দিন একাডেমিক ডকুমেন্ট এবং ২ কপি ছবি সঙ্গে নিয়ে আসতে হবে।