জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড ও বিএমএড পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল, ১৩ থেকে ২৪ আগস্ট পর্যন্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বিএড ও বিএমএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার (নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী) ফরম পূরণের সময় ১৩ থেকে ২৪ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ফরম পূরণের কার্যক্রম নিচের তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে। এ পরীক্ষার কোড হলো ৮১১২।
আবেদন ফরম, বিবরণী ফরম, ফরম পূরণ ও জমাদান এবং ব্যাংক ড্রাফট করার তারিখ—
১. পরীক্ষার্থীকে অনলাইন থেকে আবেদন ফরম সংগ্রহ করার সময়সীমা ও শেষ তারিখ: ১৩ থেকে ২৪ আগস্ট ২০২৫।
২. কলেজ কর্তৃক অনলাইনে ডেটা এন্ট্রি বা ফরম পূরণ নিশ্চয়ন করার শেষ তারিখ: ২৫ থেকে ২৬ আগস্ট ২০২৫।
৩. কলেজ কর্তৃক ফরম পূরণের ফির টাকা ‘সোনালি সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দেওয়ার তারিখ: ২৭ থেকে ২৮ আগস্ট ২০২৫।
পরীক্ষার নিধারিত ফি পরীক্ষার্থী—
১. পরীক্ষার ফি—প্রতি পত্র: ৫০০ টাকা।
২. মানোন্নয়ন বা গ্রেড উন্নয়ন ফি—প্রতি পত্র: ৫০০ টাকা।
৩. বিশেষ অন্তর্ভুক্তি ফি—মানোন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য: ৫০০ টাকা।
৪. কেন্দ্র ফি—বিশ্ববিদ্যালয়ে জমা হবে না: ৫০০ টাকা।
৫. মৌখিক পরীক্ষার ফি—প্রতি পত্র: ৬০০ টাকা।
৬. সাময়িক সনদ ফি—আগে যাঁরা ফরম পূরণ করেছেন তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য না: ৩০০ টাকা।
৭. ট্রান্সক্রিপ্ট—প্রতি পত্র শিক্ষার্থী: ৫০০ টাকা।
শর্তাবলি জেনে নিন—
১. শিক্ষাবর্ষ: নিয়মিত (২০২৪), অনিয়মিত/মান উন্নয়ন ২০২২ ও ২০২৩)।
২. উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফরম পূরণ করতে পারবেন না।
৩. আগে প্রথম সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকলে কোনো পরীক্ষার্থী ফরম পূরণ করতে পারবেন না।
৪. ২০২৩ সালের পরীক্ষা ‘C’ গ্রেড ‘D’ গ্রেড এবং প্রাপ্ত পরীক্ষার্থীরা এবারই মানউন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং ‘C’ গ্রেড ‘D’ গ্রেড পরীক্ষার্থীরা একবারের বেশি মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন না। উল্লেখ্য যে ইতিমধ্যে সিজিপিএ ২.৫ পেয়ে থাকলে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
৪. পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড ও বিএমএড ২য় সেমিস্টার কোর্সের নতুন রেগুলেশন ২০১৭ এবং পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট