গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, পরীক্ষার্থী ৪০১১৬, এক ঘণ্টা আগে পৌঁছাতে হবে কেন্দ্রে

শিক্ষার্থীদের ভোগান্তি, যাতায়াত, থাকা–খাওয়াসহ ভর্তিসংক্রান্ত জটিলতা কমাতে দেশের ২৪টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার (১০ মে) সি ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সি ইউনিটে মোট ৪০ হাজার ১১৬ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

জিএসটি সমন্বিত ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্নের জন্য ইতিমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে গুচ্ছভুক্ত যেসব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেখানে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রেখে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে প্রশ্নপত্র প্রেরণ করা হয়েছে। সি ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে আবেদন করা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা আগামীকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সি ইউনিটভুক্ত শিক্ষার্থীদের ৩ হাজার ৬২৯টি আসন রয়েছে।

আরও পড়ুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার উপপরিচালক (চলতি দায়িত্ব) মো. আব্দুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ এপ্রিল এ ও ৩ মে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে দুই ইউনিটের ফলাফলও প্রকাশ করা হয়েছে। এতে এ ইউনিটের পাসের হার ছিল ৩৩ দশমিক ৯৮ শতাংশ ও বি ইউনিটের পাসের হার ছিল ৩৬ দশমিক ৩৩ শতাংশ।

যবিপ্রবির জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটরের পক্ষ থেকে জানানো হয়, সি ইউনিটে যবিপ্রবিতে আসন পড়েছে ৯৩৫ শিক্ষার্থীর। বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র ও ভবন নির্দেশক দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য ভবনের প্রবেশমুখে নিরাপত্তা উপ–কমিটির সদস্য, বিএনসিসি, রোভার স্কাউটসহ অন্য স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ইতিমধ্যে এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করেছি। আগের পরীক্ষাগুলোয় কোথাও কোনো অসংগতি পাওয়া যায়নি। আশা করি, সি ইউনিটের ভর্তি পরীক্ষাও কঠোর নিরাপত্তা ও অত্যন্ত শান্তিপূর্ণভাবে সব কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। কয়েক দিন আগেও যে তীব্র তাপপ্রবাহ ছিল, তা এখন কমেছে। আশা করি, পরীক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করবে। একই সঙ্গে গুচ্ছভুক্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান জানাচ্ছি, ভর্তি পরীক্ষার্থীদের সুরক্ষায় আপনারা পরীক্ষাকেন্দ্রগুলোয় পর্যাপ্ত সুপেয় পানি ও প্রাথমিক চিকিৎসাসামগ্রীর ব্যবস্থা রাখবেন।’

অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, ‘বিগত ভর্তি পরীক্ষাগুলোর মতোই কেন্দ্রগুলোয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। পরীক্ষার সময় কোনো পরীক্ষার্থী বা দায়িত্বরত কেউই মুঠোফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। যদি কেউ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন বা অসদুপায় অবলম্বন করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আমি জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ নিজ নিজ এলাকার সব স্তরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

জিএসটিভুক্ত ভর্তি পরীক্ষার আসনবিন্যাস, ফলাফল, নির্দেশনাসহ অন্য সব তথ্য এ ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন