জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি: অনুষদ ও বিভাগভিত্তিক আসনসংখ্যা প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে চাওয়া পরীক্ষার্থীরাপ্রথম আলো ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে। ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ ২৫ ফেব্রুয়ারি (রোববার) সকাল নয়টায় প্রথম শিফটে সি-১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরে সকাল ১০টা ২৫ মিনিট থেকে দ্বিতীয় শিফটে সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে পঞ্চম শিফটে সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে এরই মধ্যে অনুষদ ও বিভাগভিত্তিক আসনসংখ্যা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন

এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৯৭ হাজার ৮৫১টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১০৮ জন শিক্ষার্থী।

আরও পড়ুন
আরও পড়ুন