নিটারে এমবিএ ইন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ভ্যালু চেইন কোর্স

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধিভুক্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পঞ্চম ব্যাচে শিক্ষার্থী ভর্তির আবেদন চলছে। ‘এমবিএ ইন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ভ্যালু চেইন কোর্স’টি চার সেমিস্টারের। দুই বছর মেয়াদের এ কোর্সে মোট ৬০ ক্রেডিট সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের।

আরও পড়ুন

নিয়মিত এই কোর্সের ক্লাস হবে সাপ্তাহিক কর্মদিবসে। তবে চাকরিজীবীদের জন্য ক্লাস হবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার। এ কোর্সে মোট ৬০ জন ভর্তির সুযোগ পাবেন। এ কোর্সে আবেদন ফি ১ হাজার টাকা।

আবেদনের যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ ২.৫০ পেয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

আরও পড়ুন

ভর্তিপ্রক্রিয়া
নির্ধারিত আবেদন ফরম ও ভর্তির নির্দেশিকা পাওয়া যাবে ডিপার্টমেন্টের ওয়েবসাইট এবং নিটারের অফিসে। ১৭ ফেব্রুয়ারি অফিস চলাকাল পর্যন্ত অনলাইনে অথবা সরাসরি অফিসে এসে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফি, মাইগ্রেশন ফি, ফ্যাকাল্টি ফি ও পরীক্ষার ফি ছাড়া মোট দুই লাখ টাকা আটটি কিস্তিতে জমা দিতে হবে।

আরও পড়ুন