কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন বিস্তারিত তথ্য
গুচ্ছপদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এ জন্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি আজ বৃহস্পতিবার প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল ও ৩ মে। আবেদন ফি ১,০০০/- (এক হাজার) টাকা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছপদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি নিয়ে আসছে। গত বছরের ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে গুচ্ছপদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে নেওয়ার সিদ্ধান্ত হয়।
গুরুত্বপূর্ণ তারিখ—
আবেদন শুরু ২ ফেব্রুয়ারি থেকে
আবেদন শেষ ২২ ফেব্রুয়ারি (দিন-রাত যেকোনো সময়, এমনকি বন্ধের দিনেও অনলাইনে আবেদন করা যাবে)
ভর্তি পরীক্ষা: ১৯ এপ্রিল সকাল ১০–১১টা পর্যন্ত সি ইউনিট, ৩ মে সকাল ১০–১১টা পর্যন্ত এ ইউনিট এবং ৩–৪ টা পর্যন্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদনের যোগ্যতা
২০২০/২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/আলিম/সমমানের পরীক্ষায় এবং ২০২০/২০২১/২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/দাখিল/সমমানের পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীরা কয়েকটি শর্তে আবেদন করতে পারবেন।
শর্তাগুলো হলো—
‘A’ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ): বিজ্ঞান শাখা হতে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষার (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ সহ সর্বমোট জিপিএ ৮ থাকতে হবে। ‘এ’ ইউনিটের বিষয়গুলোর মধ্যে গণিত, সিএসই, আইসিটি, পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য এইচএসসি/গণিতে জিপি ৩ থাকতে হবে এবং গণিত, সিএসই ও আইসিটি বিভাগে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিত উত্তর দিতে হবে। রসায়ন বিভাগে ভর্তি–ইচ্ছুকদের এইচএসসি/সমমান পরীক্ষায় রসায়নে জিপি–৩ দশমিক ৫ ও গণিতে জিপি ২ দশমিক ৫ থাকতে হবে। ফার্মেসি বিভাগে ভর্তি–ইচ্ছুকদের এইচএসসি/সমমান পরীক্ষায় রসায়ন ও জীববিদ্যায় জিপিএ ৩ দশমিক ৫ ও গণিতে জিপি ২ দশমিক ৫ থাকতে হবে।
‘B’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ): বি ইউনিটে আবেদনকারীর এসএসসি/সমমান এইচএসসি/সমমান পরীক্ষার মোট ন্যূনতম জিপিএ (৪র্থ বিষয়সহ) মানবিক শাখায় ৬, বিজ্ঞান শাখায় ৭ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৬ দশমিক ৫০ থাকতে হবে। তবে সব শাখার ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। ‘বি’ ইউনিটের বিষয়গুলোর মধ্যে ইংরেজিতে ভর্তি–ইচ্ছুকদের এইচএসসি/সমমান পরীক্ষায় ইংরেজিতে লেটার গ্রেড (A-) এবং অর্থনীতিতে ভর্তি–ইচ্ছুকদের এইচএসসি/ সমমান পর্যায়ে অর্থনীতি, গণিত ও পরিসংখ্যান বিষয়ের যেকোনো একটি থাকতে হবে।
C-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): সি-ইউনিটে আবেদনকারীর এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ (৪র্থ বিষয়সহ) বিজ্ঞান শাখায় ৭ থাকতে হবে তন্মধ্যে এসএসসি/এইচএসসি/ সমমান পরীক্ষার পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে, ব্যবসায় শিক্ষা শাখায় ৬ দশমিক ৫ থাকতে হবে এর মধ্যে এসএসসি/সমমান এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে এবং মানবিক শাখার ৬ থাকতে হবে তন্মধ্যে এসএসসি/সমমান এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে।
জিসিই লেভেল—
‘ও’ লেভেলে ৫টি এবং ‘এ’ লেভেলে ন্যূনতম ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলের মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড প্রাপ্ত হতে হবে।
• সব ইউনিটের আবেদনকারীকে এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ (৪র্থ বিষয়সহ) ৩ থাকতে হবে এবং ইংরেজি মাধ্যমে পরীক্ষা নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট ইউনিটের ইউনিট আহ্বায়ক বরাবর ভর্তি পরীক্ষার কমপক্ষে ১৫ দিন আগে স্বহস্তে মোবাইল নম্বরসহ লিখিত আবেদন ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনের নিয়মাবলি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.cou.ac.bd প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড, পরীক্ষার মান বণ্টন, অনুষদভিত্তিক বিভাগ, আসন সংখ্যা ও অন্য শর্তাবলি যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংরক্ষিত ভর্তি নির্দেশিকা হতে জানা যাবে। ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার স্থান, আসনবিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.cou.ac.bd নোটিশ আকারে প্রকাশ করা হবে।