একাদশে ভর্তি শিক্ষার্থীদের দিতে হবে অক্টোবরের বেতন

শিক্ষার্থীরা এসএসসির ফল মুঠোফোনে দেখছেফাইল ছবি

এ বছর এসএসসি ও সমমান পাস করা শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিত প্রার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম চলছে। আবেদন, নির্বাচন, নিশ্চায়ন শেষে গতকাল মঙ্গলবার চূড়ান্ত ভর্তি শুরু হয়েছে। ভর্তির কার্যক্রম চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। ভর্তি শেষে ক্লাস শুরু ৮ অক্টোবর।

নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের কোন মাস থেকে বেতন পরিশোধ করতে হবে, তা জানিয়ে দিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে নতুন ভর্তি শিক্ষার্থীদের বেতন পরিশোধের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ভর্তি শিক্ষার্থীদের বেতন শুরুর মাস ঠিক করতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২৩’ অনুসরণ করা হবে। চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের মাসিক বেতন অক্টোবর থেকে কার্যকরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেওয়া হলো।

আরও পড়ুন

কলেজে ভর্তি ফি কত

ভর্তির সময় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মহানগরে পাঁচ হাজার টাকা সেশন চার্জ ও ভর্তি ফি দিতে হবে শিক্ষার্থীকে। ঢাকা মহানগর ছাড়া অন্য মহানগর এলাকায় তিন হাজার, জেলায় দুই হাজার ও উপজেলা বা মফস্‌সল এলাকায় দেড় হাজার টাকা ভর্তি ফি। এ ছাড়া এমপিওভুক্ত নয়, এমন শিক্ষাপ্রতিষ্ঠান বা আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি, সেশন চার্জ ও ভর্তি ফি কত নেওয়া যাবে, সেটি শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালায় উল্লেখ করা হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মহানগরে বাংলা ভার্সনে সাড়ে সাত হাজার ও ইংরেজি ভার্সনে সাড়ে আট হাজার টাকা নেওয়া যাবে।

আরও পড়ুন
আরও পড়ুন

ঢাকা মহানগর বাদে অন্যান্য মহানগর এলাকায় বাংলা ভার্সনে পাঁচ হাজার ও ইংরেজি ভার্সনে ছয় হাজার টাকা, জেলা পর্যায়ে বাংলা ভার্সনে তিন হাজার ও ইংরেজি ভার্সনে চার হাজার টাকা এবং উপজেলা ও মফস্‌সল এলাকায় বাংলা ভার্সনে আড়াই হাজার ও ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা নেওয়া যাবে।

গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। ভর্তিবিষয়ক যেকোনো তথ্যের জন্য ওয়েবসাইট: xiclassadmission.gov.bd

আরও পড়ুন
আরও পড়ুন