বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএজিএড প্রোগ্রামে ভর্তিতে আবেদনের সময় বাড়ল

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর স্কুল অব অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (সার্ড) পরিচালিত ৩ বছর মেয়াদি ব্যাচেলর অব অ্যাগ্রিকালচারাল এডুকেশন (বিএজিএড) প্রোগ্রামে ২৪২ টার্মে (জুলাই-ডিসেম্বর ২০২৪) ভর্তির সময় বাড়ানো হয়েছে। এইচএসসি (বিজ্ঞান গ্রুপ/কৃষিশিক্ষা বিষয়সহ যেকোনো গ্রুপ) অথবা চার/তিন বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা/সমমানের সার্টিফিকেটধারী এবং ন্যূনতম ২য় বিভাগ বা জিপিএ ২ প্রাপ্ত হতে হবে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।

বাউবি’র ওয়েবসাইট (https://www.bou.ac.bd/images/formbaged_admission_form_210923.pdf) থেকে ভর্তির আবেদনপত্র ডাউনলোড করা যাবে।

আবেদনপত্রসহ মোট ভর্তি ফি: ৫৬৮৫ টাকা নির্ধারিত ব্যাংক শাখায় জমা প্রদান করতে হবে (রবি থেকে বৃহস্পতিবার)। ব্যাংক ও আনুষঙ্গিক চার্জ আবেদনকারী বহন করবেন।

আরও পড়ুন

বাউবির ওয়েবসাইট (www.bou.ac.bd/index.php/academic-info/admission) ভিজিট করুন। প্রয়োজনে আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রোগ্রাম সমন্বয়কারীর সঙ্গে যোগাযোগ করতে হবে। বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bou.ac.bd

আরও পড়ুন