ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা জুনে

ইসলামী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে নেবে। এ লক্ষ্যে ভর্তি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টি। ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় থাকছে না বিশ্ববিদ্যালয়টি।

গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এ, বি, সি ও ডি—চার ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা।

আবেদন কবে থেকে
আগামী ১০ মে থেকে ২৭ মে পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।


ভর্তি পরীক্ষা কবে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী জুনের দ্বিতীয় সপ্তাহে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

ভর্তি পরীক্ষার নম্বর

প্রতি ইউনিটে ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।

এদিকে এবার গুচ্ছ ভর্তি আগের মতোই আর আগামী বছর একক ভর্তি পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্তের পর এবার শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জানাল, বিগত সময় যেসব পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা নিয়েছিল, আসন্ন শিক্ষাবর্ষেও তারা একইভাবেই ভর্তির কার্যক্রম সম্পন্ন করবে। এ বিষয়ে ইউজিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্যের ইচ্ছা অনুযায়ী এটি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়। এতে আরও বলা হয়, আগামী বছর (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি গুচ্ছ পরীক্ষা নিয়ে আসছিল। এ ছাড়া কৃষি ও কৃষিশিক্ষা প্রদান বিশ্ববিদ্যালয়গুলো আরেকটি গুচ্ছ এবং তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আলাদা গুচ্ছ ভর্তি পরীক্ষা নেয়। এ বছর বিদ্যমান নিয়মে ভর্তি পরীক্ষা হলেও আগামী বছর থেকে দেশের সব কটি বিশ্ববিদ্যালয়ের জন্য ‘একক’ ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন