সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ডিইউএমএস কোর্স, ৫ বছর আগে পাস করা প্রার্থীর সুযোগ
সিলেটে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি ডিইউএমএস (ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সের প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করার পর অনধিক ৫ বছরের মধ্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর।
৫০ আসনে শিক্ষার্থী ভর্তি নেবে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। এর মধ্যে মুক্তিযোদ্ধা পোষ্য কোটায় ৩ জন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী কোটায় ১টিসহ ৪টি আসন সংরক্ষিত থাকবে। ৪৬ শিক্ষার্থী মেধায় ভর্তি হতে পারবেন। কোটায় শিক্ষার্থী না পেলে সাধারণ মেধাতালিকা থেকে পূরণ করা হবে।
ভর্তির যোগ্যতা
এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ এবং ন্যূনতম জিপিএ–২.৫ পয়েন্ট পেতে হবে;
এসএসসি/সমমান পরীক্ষায় পাস করার পর অনধিক ৫ বছরের মধ্যে আবেদন করতে পারবে।
কত নম্বরের পরীক্ষা
প্রত্যেক প্রার্থীকে এসএসসি সিলেবাস অনুযায়ী ১০০ নম্বরের এক ঘণ্টার এমসিকিউ লিখিত পরীক্ষায় (বাংলা-১৫, ইংরেজি-১৫, গণিত-১৫, পদার্থ-১৫, রসায়ন-১৫, জীববিজ্ঞান-১৫, সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ-১০) অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষার ফলাফলের সঙ্গে এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ২০ গুণ যোগ করে মেধাতালিকা প্রস্তুত করা হবে।
জীববিজ্ঞান বিষয়ে নম্বর গ্রেড বেশি পাওয়া প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মেধাতালিকা থেকে ভর্তির পর আসন খালি থাকলে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে।
ভর্তি পরীক্ষা
১৯/০৯/২০২৪, বেলা ১১টা থেকে দুপুর ১২টা।
আবেদন ফি কত
আবেদনপত্র ফি বাবদ ২০০ টাকা, কেন্দ্র ফি ৩০০ টাকাসহ মোট ৫০০ টাকা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন।