মেডিকেল ভর্তি: মুক্তিযোদ্ধাসহ অন্য কোটার বিষয়ে উপদেষ্টা পরিষদের দিকে তাকিয়ে স্বাস্থ্য অধিদপ্তর

গত শুক্রবার (১৭ জানুয়ারি) দেশে একযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশছবি: দীপু মালাকার

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া আপাতত স্থগিতই থাকছে। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পর মুক্তিযোদ্ধাসহ অন্য কোটায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রমের ব্যাপারে সিদ্ধান্ত জানাবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমিন আজ সোমবার প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযোদ্ধাসহ অন্য কোটায় উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া আপাতত স্থগিতই থাকছে। আমরা বিষয়টি উপদেষ্টটা পরিষদকে অবহিত করেছি। প্রকৃত মুক্তিযোদ্ধা এবং অন্য কোটায় উর্ত্তীর্ণদের বিষয়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নেবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় বিভিন্ন কোটায় পাসকৃতদের ভর্তি প্রক্রিয়া স্থগিতই থাকবে। তাদের বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। ’

এর আগে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইউনিটগুলোকে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তির বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়। আগামী সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।

আরও পড়ুন

গত শুক্রবার (১৭ জানুয়ারি) সারা দেশে একযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ১ লাখ ২৫ হাজার ২৬১ জন। পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধা কোটায় মোট আসন আছে ২৬৯টি। এর মধ্যে ১৯৩ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

আরও পড়ুন
আরও পড়ুন