সাত কলেজের সিজিপিএর শর্ত শিথিল করল ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সিজিপিএর শর্ত শিথিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিজিপিএর শর্ত শিথিলসহ বেশ কিছু দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন।

গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শর্ত শিথিলের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজে অনুষ্ঠিত অনার্স দ্বিতীয় বর্ষ ২০২১ এবং অনার্স তৃতীয় বর্ষ ২০২১ পরীক্ষায় অংশগ্রহণ করে যেসব শিক্ষার্থী সিজিপিএ–২ পেয়েছেন, তাঁদের যথাক্রমে তৃতীয় ও চতুর্থ বর্ষে উন্নীত করা হয়েছে।

এ বিষয়ে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখপাত্র মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, এই সুযোগ দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা পাচ্ছেন। সব শিক্ষার্থীর জন্য না হলেও কর্তৃপক্ষ তাঁদের আন্দোলনকে আমলে নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য সাধুবাদ। তিনি বলেন, তাঁদের আন্দোলন অযৌক্তিক ছিল না, এই সিদ্ধান্তই তার প্রমাণ। তিনি আশা করেন, সামনে বাকি দাবিগুলোও কর্তৃপক্ষ মেনে নেবে।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন থাকা ঢাকার বড় সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

এসব কলেজের শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার আগে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষায় সিজিপিএ-৪–এর মধ্যে আড়াইয়ের নিচে পেলেও পরবর্তী বর্ষে উন্নীত হওয়ার সুযোগ ছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পরবর্তী বর্ষে উন্নীত হতে ন্যূনতম সিজিপিএ-২.৫০ নির্ধারণ করা হয়। অবশ্য এই ন্যূনতম সিজিপিএর শর্ত বর্ষভেদে ভিন্ন।