ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে কোটায় ভর্তি–ইচ্ছুকদের সাক্ষাৎকার ১১-১২ জুলাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি ২০২২-২৩ সব কোটার শিক্ষার্থীদের সাক্ষৎকার আগামী মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি–ইচ্ছুক সব কোটার শিক্ষার্থীদের সাক্ষৎকার নিম্নলিখিত মেধাক্রম ও সময়সূচি অনুযায়ী আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ (উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র ভবনের নিচতলায়) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটার মেধাক্রম ১ থেকে ৬ হাজার এবং বেলা দেড়টা থেকে সাড়ে ৩টায় মেধাক্রম ৬ হাজার ১ থেকে ১০ হাজার ৫৫৭ পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

অন্যদিকে বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজাতি ও দলিত কোটার মেধাক্রম ১ থেকে ১০ হাজার ৫৫৭, সকাল ১০টা থেকে ১১টায় মেধাক্রম ১ থেকে ১০ হাজার ৫৫৭ পর্যন্ত ওয়ার্ড কোটা এবং বেলা ১১টায় মেধাক্রম ১ থেকে ১০ হাজার ৫৫৭ পর্যন্ত প্রতিবন্ধী কোটার সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

শিক্ষার্থীদের যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবে

ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট, ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম শিক্ষার্থীর স্বাক্ষরসহ বিষয়সমূহের পছন্দক্রম ফরম শিক্ষার্থীর স্বাক্ষরসহ এর কপি।

আরও পড়ুন

এ ছাড়া সাক্ষাৎকারের সময় নিজ নিজ কোটার আবেদনের জন্য উল্লেখিত সব সনদ ও প্রত্যয়নপত্রের মূলকপি সঙ্গে থাকতে হবে। সাক্ষৎকারের সময় প্রার্থীদের মূল গ্রেডশিটসমূহ জমা রাখা হবে।

মূল গ্রেডশিটসমূহ জমা দেওয়ার আগে প্রার্থীদের পরবর্তীকালে ভর্তির জন্য প্রতিটি গ্রেডশিটের অন্তত ১০টি করে ফটোকপি নিজের কাছে রাখতে হবে।

আরও পড়ুন