ঢাকা বিশ্ববিদ্যালয়ে গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে কোটায় ভর্তি–ইচ্ছুকদের সাক্ষাৎকারের সূচি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে বিভিন্ন কোটায় আবেদনকারী ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের সাক্ষাৎকার আগামী সোমবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিভিন্ন কোটায় (মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি-নাতনি, আদিবাসী ও উপজাতি, হরিজন ও দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী) আবেদনকারী প্রার্থীদের মধ্যে যাঁরা কোটার ফরম পূরণ করেছেন, তাঁদের সাক্ষাৎকার ২৮ আগস্ট সকাল ১০টায় জীববিজ্ঞান অনুষদের চতুর্থ তলার কনফারেন্সকক্ষে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সেই সঙ্গে সাক্ষাৎকারে অনুপস্থিত কোনো শিক্ষার্থীকে পরবর্তী সময় ভর্তির কোনো সুযোগ দেওয়া হবে না।

আরও পড়ুন

সব কোটার আবেদনকারী ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষা পাসের মূল নম্বরপত্র ও দুই কপি ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ভর্তি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম এবং শিক্ষার্থীর কলেজ ও বিষয়ের পছন্দক্রম ফরম (চয়েস ফরম) সঙ্গে আনতে হবে।

আরও পড়ুন