জিএসটির তৃতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি সম্পন্ন
জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের তৃতীয় পর্যায়ে ৯৯ দশমিক ৩৪ শতাংশ প্রাথমিক ভর্তি সম্পন্ন হয়েছে। এরপর চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করে ভর্তির অবশিষ্ট কার্যক্রম সমাপ্ত করা হবে। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্ম জুমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিএসটির সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে জিএসটির সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির ২০তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা।
বুধবারের সভায় জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে জিএসটি গুচ্ছ পরীক্ষার (২০২৩-২৪) আহ্বায়ক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন ও অর্থ কমিটির প্রধান এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাফিজা খাতুন উপাচার্যের দায়িত্ব হতে পদত্যাগ করেছেন। সুতরাং চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি সম্পন্ন করে অবশিষ্ট কার্যক্রম সম্পন্নের জন্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পরিবর্তে অধ্যাপক জেড এম পারভেজ সাজ্জাদ, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জকে সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং অধ্যাপক হাফিজা খাতুনের পরিবর্তে অধ্যাপক কাজী সাইফুদ্দীন, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরকে অর্থ কমিটির প্রধান করার সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থ কমিটির প্রধানের সঙ্গে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু নঈম শেখকে ব্যাংক হিসাবের চেকের স্বাক্ষরকারী হিসেবে দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন আহ্বায়কের নেতৃত্বেই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমন্বয়ে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি সম্পন্ন করে ভর্তি প্রক্রিয়ার অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করা হবে। ভর্তি প্রক্রিয়াসহ অন্য সব তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি