ফাইল ছবি

বাংলাদেশে ব্যাংকারদের প্রশিক্ষণ ও ব্যাংকিং ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে একমাত্র জাতীয় প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)। বিআইবিএম থেকে ব্যাংকিংয়ের জন্য রয়েছে মাস্টার্স অব ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম) ইভিনিং নামের একটি কোর্স। এমবিএম ইভিনিং কোর্সের মেয়াদ ২ বছর ৪ মাস। বিআইবিএমে এমবিএম ইভিনিং কোর্সে নতুন ব্যাচে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকে যাঁরা চাকরি করেন, তাঁরা অগ্রাধিকার পাবেন এ কোর্সের জন্য। এমবিএম ইভিনিংয়ের ক্লাস হবে প্রতি শুক্র ও শনিবার।

কোর্সের সুবিধা

এমবিএমের শিক্ষাপদ্ধতি বহুলাংশে প্রায়োগিক হওয়ায় এর শিক্ষার্থীরা ব্যাংকিংয়ে দক্ষ হওয়ার সুযোগ বেশি পান। এ ছাড়া তাঁরা ব্যাংকিং খাতের দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের সান্নিধ্যে আসার সুযোগ পান।

ভর্তির যোগ্যতা

যেকোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ ব্যক্তিরা এমবিএমে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তির আবেদনের জন্য শিক্ষাজীবনে কমপক্ষে একটি প্রথম বিভাগ থাকতে হবে এবং কোনো তৃতীয় বিভাগ থাকলে হবে না।

আরও পড়ুন

সিঙ্গাপুরে ৫ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, মাসে ২২০০ সিঙ্গাপুরি ডলারের সঙ্গে আবাসন-টিউশন ফ্রি

ভর্তিপ্রক্রিয়ার তারিখ

সান্ধ্য প্রোগ্রামের জন্য আবেদনপ্রক্রিয়া ১ আগস্ট থেকে শুরু হয়েছে। এ কোর্সে ভর্তির জন্য বিআইবিএম অফিস থেকে আবেদন ফরম কিনে তা নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করে জমা দিতে হয়। আগ্রহী ব্যক্তিরা আবেদন করতে পারবেন আগামী ৪ অক্টোবর পর্যন্ত।

আরও পড়ুন

কাজাখস্তানে স্নাতক, মাস্টার্স, পিএইচডিতে ৫৫০ স্কলারশিপ, যেভাবে আবেদন করতে হয়

ভর্তিপদ্ধতি

এমবিএম ইভিনিংয়ে অ্যাডমিশন টেস্ট এ বছরের ৭ অক্টোবর। ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীকে ২ ঘণ্টার ভর্তি পরীক্ষায় অংশ নিতে হয়। এ পরীক্ষার নম্বর ১৩০।

এমসিকিউ বা নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য বরাদ্দ ৮০ নম্বর। নৈর্ব্যক্তিক অংশের প্রশ্ন করা হয় ইংলিশ প্রফিসিয়েন্সি, ম্যাথমেটিক্যাল অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ও সাধারণ জ্ঞানের বিভিন্ন অংশ থেকে প্রশ্ন থাকে। প্রার্থীকে এসব প্রশ্নের উত্তর দিতে হয়। লিখিত অংশ ৫০ নম্বরে হবে। এ অংশে বাংলা থেকে ইংরেজি ১০ নম্বর, ইংরেজি থেকে বাংলা ১০ নম্বর, অ্যানালিটিক্যাল রাইটিং ১৫ নম্বর, ইংরেজি রচনা ১৫ নম্বর।

আরও পড়ুন

ফ্রান্সের আইফেল এক্সিলেন্স স্কলারশিপ, মাসে ১৪০০ ইউরো–বিমান টিকিট–স্বাস্থ্য বিমা–আবাসন

খরচ

এই কোর্সের জন্য একজন শিক্ষার্থীর মোট খরচ পড়বে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন
বাংলাদেশ ইনস্টিটিউট ব্যাংক অ্যান্ড ম্যানেজমেন্ট
মিরপুর-২, ঢাকা-১২১৬
মোবাইল নম্বর: ০১৭৩৩৩৩৯৩৪৫, ০১৯১৫৯২৯৩২৩
ওয়েবসাইট www.bibm.org.bd

আরও পড়ুন

আইডিবি অনার্স–মাস্টার্স–ডিপ্লোমা শেষ শিক্ষার্থীদের দেবে প্রশিক্ষণ, মিলবে হাতখরচ