কলেজে একাদশ শ্রেণিতে বিভাগ-বিষয় নির্বাচনে মনে রেখ ১০টি সতর্কতা

কলেজে একাদশ শ্রেণিতে বিভাগ-বিষয় নির্বাচনছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এখন চলছে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি। উচ্চশিক্ষায় প্রবেশের প্রথম ধাপটি শেষ হয়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপটি হলো এইচএসসির পড়াশোনা। আর এই ধাপেই কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীই ভুল করে থাকে। এই ভুল করার পেছনে রয়েছে বিষয় সম্পর্কে না জানা, অতি উৎসাহ-আবেগ, মানুষ কী বলবে, অতি আত্মবিশ্বাস ইত্যাদি। এখন জেনে নাও কলেজে একাদশ শ্রেণিতে বিভাগ ও বিষয় নির্বাচনে ১০টি সতর্কতা।

১. সঠিক বিভাগ নির্বাচন করো

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ১৪ লাখ ৭৯ হাজার ৩১০ জন পরীক্ষার্থী। পাস করেছে ১০ লাখ ৬ হাজার ৫৫৪ জন, ফেল করেছে ৪ লাখ ৭২ হাজার ৭৫৬ জন। অনেক পরীক্ষার্থী পরীক্ষায় অংশই নেয়নি। বিজ্ঞান বিভাগে এই সংখ্যা সবচেয়ে বেশি। বিভিন্ন পরীক্ষার মাঝখানে অনেকেই পরীক্ষা বাদ দিয়েছে। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ রয়েছে, এসএসসিতে তুমি বিজ্ঞান বিভাগ নিয়েছ কিন্তু কলেজে এ বিভাগ বেশ কঠিন। মনে রেখ, স্কুল আর কলেজের বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগ এক নয়। এসএসসির বইয়ের বিষয়বস্তু আর এইচএসসি পরীক্ষার বিষয় এক নয়, পুরোটাই আলাদা। দুই শ্রেণির বিষয়ের পাঠ্যক্রম বা সিলেবাস দুই রকমের। তাই শিক্ষার্থীরা না বুঝে ভুল বিষয় নির্বাচন করে শেষ সময়ে পস্তানো ছাড়া কোনো উপায় নেই। তাই প্রথমেই সঠিক বিষয়টি নির্বাচন করা উচিত।

২. নির্বাচন করো পছন্দের বিষয়

কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছ। এখন বিষয় কোনটি নির্বাচন করবে, তা ঠিক করা। প্রতিটি বিভাগেই কিছু বিষয় রয়েছে, যা তোমার প্রিয়, মানে তুমি খুব সহজেই বোঝ, আবার কিছু বিষয় রয়েছে, যা তোমার পছন্দের তালিকায় পড়ে না, মানে তোমার কাছে কঠিন মনে হয়। তাই বিষয় নির্বাচন করার আগে সবকিছু বিবেচনা করে করো, তারপর সঠিক বিষয়টি নির্বাচন করো। বিজ্ঞান বিভাগে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর গণিত বিষয়; ব্যবসায় শিক্ষায় রয়েছে হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিষয় এবং মানবিক বিভাগে অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, ইসলাম শিক্ষা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, যুক্তিবিদ্যা, ভূগোল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়। কোন কলেজে কোন বিষয় পড়ানো হয়, তা জেনে নাও।

৩. কলেজ নির্বাচন

একাদশ শ্রেণিতে লটারিতে ১০টি কলেজ পছন্দ দিতে হয়। সেখান থেকে নির্বাচন করা তোমার কলেজের তালিকা। তুমি কোন কোন কলেজ পছন্দের তালিকায় দেবে, তা বুঝে–শুনে দেবে। কারণ, এখন পছন্দের কলেজে ভর্তি হলে পরে অনেকেই ঠিকমতো ক্লাসে উপস্থিত থাকে না। তাই কলেজে পছন্দের তালিকা দেওয়ার সময় বাসা থেকে কলেজের দূরত্ব, যাতায়াত ব্যবস্থা, কীভাবে কলেজে যাবে, শিক্ষকদের সহায়তা নেওয়ার সুযোগ ইত্যাদি বিষয় মাথায় রাখবে।

আরও পড়ুন

৪. তুমি কত পরিশ্রমী

তুমি কোন ধরনের ছাত্র? এটা তুমিই সবচেয়ে ভালো জানো। তাই বিষয় নির্বাচনে তোমার মতামতই সব। তুমি পড়াশোনার জন্য কতটা পরিশ্রম করতে পারবে, তা তুমি জানো। এসএসসি পরীক্ষায় তুমি কতটা পরিশ্রম করেছ বা করতে পারবে, তা তুমি জানো। এইচএসসিতে, মানে কলেজের সিলেবাস অনেক বড়। প্রস্তুতির সময়ও কিন্তু কম। কলেজে ভর্তির পর মাত্র ১৭ বা ১৮ মাস সময় পাবে। এ সময়ে মধ্যেই সিলেবাস শেষ করে চূড়ান্ত পরীক্ষায় বসতে হবে।

৫. কেন সহজ কিছু নির্বাচন

একাদশ শ্রেণিতে কলেজে পড়ার বিষয় জেনে-বুঝে-শুনে নিতে হবে। কোন বিষয়ে বেশি নম্বর পাওয়া যায়, কোন বিষয়ে কম নম্বর উঠে, কোন বিষয়ে ব্যবহারিক পরীক্ষা রয়েছে—আগে তা ভালো করে জেনে নিতে হবে। ভালো জিপিএ পেলে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে কাজে লাগে।

আরও পড়ুন

৬. অভিজ্ঞদের কাছে পরামর্শ নাও

এর মধ্যে তোমাদের যে বড় ভাই এইচএসসি পরীক্ষা দিয়েছেন বা দেবেন, সহজ বিষয় নির্বাচনের ব্যাপারে তাঁদের বাস্তব পরামর্শ নাও। তাতে করে তুমি খুব সহজেই ‘সহজ বিষয়’টি নির্বাচনে ডিশিসন নিতে পারবে। একটা কথা মনে রেখ, সহজ বিষয় কিন্তু আসলে সহজ নয়, সেটাও কঠিন। তুমি বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ো না কেন, বিষয় নির্বাচনটা জরুরি।

আরও পড়ুন

৭. আর্থিক অবস্থা বিবেচনা

কলেজে ভর্তির ব্যাপারে তোমার পরিবারের আর্থিক অবস্থা কেমন, তা বিবেচনা করতে হবে। কারণ, ভালো ফলাফল করার জন্য তোমাকে কিন্তু কয়েকটি বিষয়ে প্রাইভেট পড়ার সহযোগিতা নিতে হবে। প্রয়োজনে বিভিন্ন বই কিনতে হবে। ঢাকা শহরের বাইরে থেকে বা ঢাকায় ভর্তি হলে তোমাকে হোস্টেল বা বাসাভাড়া নিয়ে থেকে পড়াশোনা করতে হবে। এ বিষয়টা মাথায় রাখতে হবে।

৮. সামাজিক অবস্থা

কোথায়, কোন কলেজে ভর্তি হবে বা কোন বিভাগে—এটা তোমার একান্ত বিষয় হওয়া উচিত। আশপাশের সামাজিক মানুষের কথা বিবেচনা না করে, নিজে বুঝে কোনো সিদ্ধান্ত নেবে। সমাজের মানুষ কী বলবে মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগ নিলে, এটা একদম ভাববে না।

আরও পড়ুন

৯. বন্ধু–বান্ধবের পছন্দ

কলেজে একাদশ শ্রেণিতে অনেক শিক্ষার্থী বিভাগ ও বিষয় নির্বাচন করে বন্ধু-বান্ধবের দেখাদেখি। এটা একদম করা ঠিক নয়। তোমার বন্ধু যে বিভাগ বা যে বিষয়ে ভালো, তা নিজে নির্বাচন করেছে। সেটা যে তোমার জন্য নির্বাচন করবে, তা ঠিক না–ও হতে পারে। তাই বন্ধু-বান্ধবের দেখাদেখি কোনো বিভাগ বা বিষয় নির্বাচন করবে না।

১০. তোমার পড়া তোমারই

একাদশ শ্রেণিতে কলেজে এসএসসির চেয়ে বিষয় অনেক বেশি, পড়াও বেশি, সিলেবাসও বেশি! কিন্তু পড়ার সময় পাবে অনেক কম, মাত্র ১৭ বা ১৮ মাস। তাই তোমার পড়াটা তোমার নিজের একান্ত ব্যক্তিগত। মনে রেখ, কলেজে তোমার পড়া তোমাকেই পড়তে হবে। পড়ার বিষয়ে অনেক সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তাই কলেজে ভর্তির প্রতিটি সিদ্ধান্ত জেনে–বুঝে–শুনে তারপর নেবে। আর এতে তোমার ভুল হওয়ার আশঙ্কা কম থাকবে, আফসোসও কম হবে।

লেখক: মো. জসিম উদ্দীন বিশ্বাস, সহকারী অধ্যাপক, রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা