ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে মূল্যায়নে ১৩টি টুলস প্রকাশ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)ছবি: সংগৃহীত

নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক মূল্যায়ন টুলস ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার এ দুই শ্রেণির ১৩টি বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের টুলস ও নির্দেশনা সরকারি-বেসরকারি স্কুলগুলোয় পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে অনলাইনেও মূল্যায়ন টুলস ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

নতুন শিক্ষাক্রমের সব মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের সামষ্টিক মূল্যায়নের অংশ হিসেবে ১৩টি বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন টুলস ও নির্দেশনা প্রস্তুত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ মূল্যায়ন টুলস ও নির্দেশনা অনুসারে ৯ নভেম্বর থেকে বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় নতুন শিক্ষাক্রমে ক্লাস চলা ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন শুরু হবে। ৩০ নভেম্বর এ দুই শ্রেণির মূল্যায়ন চলবে। ইতিমধ্যে এ–সংক্রান্ত নির্দেশনা স্কুল ও মাদ্রাসাগুলোয় পাঠানো হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

১৩টি বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন টুলস ও নির্দেশনা প্রকাশের বিষয়টি জানিয়ে গতকাল সরকারি-বেসরকারি স্কুলগুলোর প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের চিঠি পাঠিয়েছে অধিদপ্তর। বিষয়ভিত্তিক মূল্যায়ন টুলস ও নির্দেশনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

*মূল্যায়ন টুলস ও নির্দেশনা দেখুন এখানে