জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে তিনটি ডিপ্লোমা কোর্স, সম্পূর্ণ বিনা মূল্যে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন সাভার জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে তিনটি ডিপ্লোমা কোর্সে প্রশিক্ষণে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে।
কোর্সের নাম—
১. ডিপ্লোমা ইন আইসিটি
২. ডিপ্লোমা ইন ওয়েব অ্যাপলিকেশন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট
৩. ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।
শিক্ষাগত যোগ্যতা—
ন্যূনতম এইচএসসি পাস। প্রশিক্ষণার্থীর বয়স ১৮ হতে ৩৫ বছর। প্রশিক্ষণার্থীর বয়স ৬-৮-২০২৫ তারিখে থেকে নির্ধারণ করা হবে।
কোর্সের মেয়াদ—
প্রতিটি কোর্সের মেয়াদ হবে ৬ মাস।
আবেদন করার লিংক—
ডিপ্লোমা কোর্সে প্রশিক্ষণের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে লিংকে আবেদন করতে হবে।
প্রশিক্ষণার্থীদের জন্য সুবিধা—
১. কোর্সগুলো আবাসিক।
২. প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ, আবাসন ও খাবারের খরচ সরকারি অর্থে দেওয়া হবে।
দরকারি তথ্য—
১ ও ২ নম্বর ক্রমিকে বর্ণিত কোর্সে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কম্পিউটার অফিস অ্যাপলিকেশন (৩৬০ ঘণ্টা) অথবা সরকারি কোনো প্রতিষ্ঠান প্রদত্ত তিন মাস মেয়াদি বেসিক কম্পিউটারবিষয়ক কোর্স সম্পন্নকারীরা আবেদন করতে পারবেন।
আবেদনের সময় পাসপোর্ট সাইজের ছবি, এনআইডির কপি, শিক্ষাগত যোগ্যতা ও প্রযোজ্য ক্ষেত্রে বেসিক কম্পিউটার কোর্সের সনদপত্রের স্ক্যান কপি যুক্ত করতে হবে।
কোর্সে অংশগ্রহণের জন্য ১ ও ২ নম্বর ক্রমিকের ক্ষেত্রে বেসিক কম্পিউটার কোর্স বিষয়ে এবং ৩ নম্বর ক্রমিকের ক্ষেত্রে ইংরেজি ও বাংলাদেশের পর্যটন বিষয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
ইতিপূর্বে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট হতে যাঁরা কোনো কোর্স সম্পন্ন করেছেন, তাঁদের আবেদন করার প্রয়োজন নেই।
প্রশিক্ষণটি সম্পূর্ণরূপে আবাসিক ও অধ্যয়ন বাধ্যতামূলক হওয়ায় কোর্স চলাকালীন একাডেমিক পরীক্ষা বা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ–সংক্রান্ত আবেদন বিবেচনাযোগ্য হবে না। এ কারণে পড়াশোনা করাদের আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনের বিস্তারিত তারিখ—
১. আবেদনের শেষ তারিখ: ৬ আগস্ট ২০২৫, বিকেল ৪টার মধ্যে।
২. প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ইনস্টিটিউটের ওয়েবসাইটে।
৩. ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ: ১৮ আগস্ট ২০২৫।
৪. চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ইনস্টিটিউটের ওয়েবসাইটে।
৫. ভর্তি শুরুর সম্ভাব্য তারিখ: ২৬ আগস্ট ২০২৫।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট