বাউবিতে মাস্টার্সে পড়ার সুযোগ, জিপিএ ২.৫ হলেই আবেদন

বাউবির নতুন লোগো উন্মোচন করা হয়েছেছবি: বাসস

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ২ বছর মেয়াদি মাস্টার্স অব ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে ২০২৪ শিক্ষাবর্ষে আবেদন জমা নেওয়া শেষ হবে ১০ জানুয়ারি।

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা—

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ২.৫ সিজিপিএ নিয়ে ফিজিওথেরাপি, ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্ট, স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি, হেলথ সায়েন্স, মেডিকেল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ে স্নাতক এবং জীববিজ্ঞানসহ এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৬ দশমিক ৫ থাকতে হবে।

বিএসসি ইন নার্সিং ডিগ্রিধারী আবেদনকারীদের ক্ষেত্রে জীববিজ্ঞানসহ এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় অন্তত একটিতে ১ম বিভাগে উত্তীর্ণ হতে হবে। অথবা বিজ্ঞান বিষয়ে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ২য় বিভাগ বা জিপিএ ২.৫ পেতে হবে।

আরও পড়ুন

গুরুত্বপূর্ণ তারিখগুলো—

  • অনলাইন আবেদনের সময়: ২৫ অক্টোবর ২০২৩ থেকে ১০ জানুয়ারি ২০২৪।

  • মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪

  • লিখিত ও মৌখিক পরীক্ষা: ১৯ জানুয়ারি ২০২৪

  • ফলাফল প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪

স্নাতক পরীক্ষার সিলেবাস অনুযায়ী হেলথ সায়েন্স, ডিজঅ্যাবিলিটি, ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন, রিসার্চ ও পরিসংখ্যান বিষয়ে ৬০ নম্বরের এমসিকিউ এবং লিখনদক্ষতার ওপর ২০ নম্বরসহ মোট ৮০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষা হবে ২০ নম্বরের। লিখিত ও মৌখিক পরীক্ষা বাউবির মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

আবেদন ফি

আবেদন ফি ১০০০ টাকা। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে।

আরও পড়ুন