একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল প্রকাশ

ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল প্রকাশ করা হয়েছে শনিবার। পূর্বঘোষণা অনুযায়ী প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল পাওয়া যাবে www.xiclassadmission.gov.bd এই ঠিকানায়।

এর আগে গত ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। অনলাইনে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে আবেদন করা গেছে। তবে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়েও আবেদনের সুযোগ রাখা হয়েছে।

এভাবে নির্বাচিতদের ভর্তি শেষে আগামী ১ ফেব্রুয়ারি থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

এবারও একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ভর্তির জন্য কোনো পরীক্ষা হচ্ছে না। অনলাইনে হচ্ছে ভর্তির কাজটি।

এবারও একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ভর্তির জন্য কোনো পরীক্ষা হচ্ছে না। অনলাইনে হচ্ছে ভর্তির কাজটি।

২৮ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন পরীক্ষা দেয়। পাস করে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন।