ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজে মাস্টার্স, ভর্তির সুযোগ ১০ জনের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগে ২০২২–২৩ শিক্ষাবর্ষে নিয়মিত মাস্টার্স কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এ কোর্সে ১০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের ১৪ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের যোগ্যতা
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে;
স্নাতকে (সম্মান) ৪ স্কেলে সিজিপিএ ন্যূনতম ৩.২৫ অথবা দ্বিতীয় বিভাগ বা শ্রেণিতে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে;
মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৬.৫ থাকতে হবে। তবে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে জিপিএ ন্যূনতম ৩ অথবা দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে;
স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রার্থীও আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের [email protected] ওয়েবসাইট অথবা বিভাগীয় অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে তা পূরণ করতে হবে। আবেদন ১৪ আগস্টের মধ্যে জমা দিতে পারবেন।
আবেদন ফি
দুই হাজার টাকা আবেদন ফি দিতে হবে আগ্রহী শিক্ষার্থীদের।
**ভর্তির বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য জানতে ক্লিক করতে পারবেন।