গুচ্ছের মাইগ্রেশন বন্ধ ও চতুর্থ ধাপে ভর্তির তারিখ ঘোষণা
গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের মাইগ্রেশন বন্ধ হচ্ছে আগামী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)। এরপর চতুর্থ ধাপের ভর্তি শুরু হবে। গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজনীয় যেকোনো প্রকার ‘Migration Stop’ ৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। ৩ সেপ্টেম্বরের পর চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি শুরু হবে। ভর্তিপ্রক্রিয়াসহ অন্য সব তথ্য https://gstadmission.ac.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার, আছে দৈনিক ভাতা