চুয়েট-কুয়েট-রুয়েটে ভর্তি কার্যক্রম শুরু, প্রথম দফায় উপস্থিতি প্রায় ৫৬ শতাংশ

ছবি: লেখক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টা থেকে ভর্তি কার্যক্রম চুয়েট, কুয়েট এবং রুয়েট ক্যাম্পাসে একযোগে শুরু হয়। প্রথম দিনে মেধাক্রম অনুসারে নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা ভর্তির জন্য নিরীক্ষা কমিটির কাছে উপস্থিত হয়ে সনদপত্র যাচাইপূর্বক জমা দিয়েছেন।

আরও পড়ুন

জানা যায়, প্রথম দফায় ক বিভাগে মেধাক্রমের প্রথম ৩ হাজার ৫০০ জনকে এবং খ বিভাগে প্রথম ১২০ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য ডাকা হয়। এর মধ্যে ক বিভাগে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৯৩১ জন এবং খ বিভাগে ১২ জন।

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির সভাপতি চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক সুদীপ কুমার পাল প্রথম আলোকে বলেন, চুয়েট কেন্দ্রে ৫৫৬ জন, রুয়েট কেন্দ্রে ৮৯৫ জন ও কুয়েট কেন্দ্রে উপস্থিত ছিলেন ৪৮০ জন শিক্ষার্থী। তিনি আরও বলেন, উপস্থিতির হার সন্তোষজনক। কোনো রকমের সমস্যা ছাড়াই নির্বিঘ্নে প্রথম দিনের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

আজ সোমবার উপস্থিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও বিভাগ বরাদ্দ তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে বিশ্ববিদ্যালয় ও বিভাগ নির্ধারণ করা হবে যা আজ সকাল ১০টার মধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রাপ্ত বিভাগ ও বিশ্ববিদ্যালয় দেখে ভর্তির জন্য নির্ধারিত ১৮ হাজার ৫০০ টাকা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দেশিত ব্যাংকে বেলা তিনটার মধ্যে জমা দিতে হবে। তবে কোনো প্রার্থী স্বাস্থ্য পরীক্ষার পর একই দিনে (রোববার) ভর্তি ফি কর্তৃপক্ষের অনুমতিক্রমে জমা দেওয়ার সুযোগ ছিল। টাকা জমা দেওয়ার পর পরবর্তী সময়ে আবার বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের নামের তালিকা প্রকাশ করা হবে। ভর্তির পরদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা অটো মাইগ্রেশন প্রক্রিয়া বন্ধ করতে পারবেন।

এ বছর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৯৩১টি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ১ হাজার ৬৫টি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১ হাজার ২৩৫টি আসন রয়েছে।