এমআইএসটিতে ভর্তি আবেদন অনলাইনে, পরীক্ষা ১৮ মার্চ

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ৯ এপ্রিল থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু।
ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। এ প্রক্রিয়া শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।

এমআইএসটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষা হবে আগামী ১৮ মার্চ। ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ৯ মার্চ। আগ্রহী শিক্ষার্থীরা ২ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ৯ এপ্রিল থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু। দুই ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের আবেদন ফি এক হাজার টাকা। আর বি (বি+এ) ইউনিটে আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।

কারা আবেদন করতে পারবেন
২০২১ ও ২০২২ সালে উচ্চমাধ্যমিক এবং ২০১৯ ও ২০২০ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে এসএসসিতে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ-৪ পেতে হবে। এইচএসসিতে পদার্থ, রসায়ন, গণিত ও ইংরেজি বিষয়ে মোট ১৭ গ্রেড পয়েন্ট পেতে হবে।

ভর্তি পরীক্ষার নম্বর

এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২০০ নম্বরের। এর মধ্য গণিতে ৮০, পদার্থে ৬০, রসায়নে ৪০ এবং ইংরেজিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। ৩ ঘণ্টার এ পরীক্ষায় প্রশ্ন করা হবে ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস থেকে। বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের।

ভর্তি বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন