ক্রিকেট–হকি–আর্চারি–ফুটবলের প্রশিক্ষণ কোর্সে নারী খেলোয়াড় নেবে বিকেএসপি

বিকেএসপি প্রমীলা খেলোয়াড় বাছাইয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সাধারণ শিক্ষার পাশাপাশি ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস, অ্যাথলেটিক, জিমনেস্টিকস, বক্সিংসহ ইত্যাদি বিষয়ে শট কোর্স এবং দীর্ঘমেয়াদি কোর্স ও প্রশিক্ষণ করায়। এখন বিকেএসপি প্রমীলা খেলোয়াড় বাছাই কার্যক্রমের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ২ বছর। ক্রিকেট, ফুটবল, হকি ও আর্চারিতে বাছাই করে ২০০ নারী খেলোয়াড় নেবে বিকেএসপি। বাছাই করা খেলোয়াড়দের প্রশিক্ষণ দেবে বিকেএসপি।
প্রমীলা খেলোয়াড়দের ২ বছর মেয়াদি প্রশিক্ষণ কোর্স ২০২০-২১ সেশনের। কোর্সের মেয়াদ ২৪ মাস। সব জেলা থেকেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থী বা তাঁদের অভিভাবককে অনলাইন ভর্তির ফরম পূরণ করে আবেদন করতে হবে। ৫ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত বাছাই চলবে।
ক্রিকেটে বয়স: ১২–১৪ ও ১৫–১৭ বছর
ফুটবলে বয়স: ১২-১৪ ও ১৫-১৭ বছর
হকিতে বয়স: ১৪-১৮ বছর
আর্চারিতে বয়স: ১৪-১৯ বছর।

বাছাইয়ের তারিখ ও স্থান

*চট্টগ্রাম বিভাগ: ৫.১২.২০২০, শনিবার বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সাগরিকা রোড, পাহাড়তলি, চট্টগ্রাম।
*সিলেট বিভাগ: ৭.১২.২০২০, সোমবার, বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, কল্লগ্রাম, বাইপাস, খাদিমনগর, সিলেট।
*রংপুর বিভাগ: ১০.১২.২০২০, বৃহস্পতিবার, বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, বাঁশেরহাট, দিনাজপুর।
*রাজশাহী বিভাগ: ১২.১২.২০২০, শনিবার, মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী।
*ময়মনসিংহ বিভাগ: ১৪.১২.২০২০, সোমবার, রফিক উদ্দিনțভূইয়া স্টেডিয়াম, ময়মনসিংহ।
*খুলনা বিভাগ: ১৭.১২.২০২০, বৃহস্পতিবার, বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, আফিলগেট, খুলনা।
*বরিশাল বিভাগ: ১৯.১২.২০২০, শনিবার, বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গড়িয়ার পাড়, বরিশাল।
*ঢাকা বিভাগ: ২২.১২.২০২০, মঙ্গলবার, বিকেএসপি, জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা।

ফরম পূরণের পদ্ধতি:

#আগ্রহী খেলোয়াড়রা বাছাইয়ের দিন পর্যন্ত নির্দেশিকা অনুসরণ করে অনলাইনে ফরম পূরণ করতে পারবেন।

#অনলাইনে নিবন্ধনȴফরম পূরণের আগে ফরম ফি বাবদ জনপ্রতি ১০০/-(এক শ) টাকা উত্তরাȑব্যাংক লিমিটেড, বিকেএসপি শাখা, হিসাবের নাম মহাপরিচালক, বিকেএসপি, সঞ্চয়ী হিসাব নং-৭৩৩–এ জমা/ যেকোনো ব্যাংক থেকে ডিডি/ পে-অর্ডার জমা দিয়ে জমা স্লিপ অনলাইন রেজিস্ট্রেশনের সময় আপলোড করতে হবে। বাছাইয়ের দিন জমা স্লিপ/ ডিডি/ পে–অর্ডারের মূল কপি নিবন্ধন ফরমের সঙ্গে জমা দিতে হবে।

#অনলাইনে নিবন্ধন করতে না পারলে উল্লিখিত দিনে ১০০/-(এক শ) টাকা জমা দিয়ে ২ কপি রঙিন ছবিসহ (পাসপোর্টŪসাইজ) ফরম পূরণ করে বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

#বাছাইয়ের দিন অংশগ্রহণকারীকে সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে খেলায়/ বাছাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ĺপোশাক/ ক্রীড়াসামগ্রীসহ পূরণ করা ফরম ও জন্মনিবন্ধনের সত্যায়িত কপি নিয়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

সুবিধা
বিকেএসপির খরচে আবাসন, আহার, পাঠদান, ক্রীড়াসামগ্রী ও দেশি-বিদেশি প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ গ্রহণের সুযোগসহ যোগ্যতা বিবেচনায় বিকেএসপিতে ভর্তির সুযোগ থাকবে।
একাডেমিক ব্যবস্থাপনা
# প্রশিক্ষণ ক্যাম্পে নির্বাচিত খেলোয়াড়দের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিŪবহাল রাখতে হবে।
# প্রশিক্ষণ চলাকালে স্ব–স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার সূচি অনুযায়ী প্রশিক্ষণার্থীদের ছুটি দেওয়া হবে।
# প্রশিক্ষণ চলাকালে অভিজ্ঞǷশিক্ষকমণ্ডলী দ্বারাʸসান্ধ্য পাঠদানের ব্যবস্থাƟরাখা হবে।

বি. দ্র
৩১ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ফলাফল বিকেএসপির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিশেষ কারণে পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তনের ক্ষমতা বিকেএসপি কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ক্রিকেট–হকি–আর্চারি–ফুটবলের প্রশিক্ষণ কোর্সে নারী খেলোয়াড় নেবে বিকেএসপি.pdf