গুচ্ছের মানবিক শাখার ভর্তি পরীক্ষা আজ, ২২ কেন্দ্রে শিক্ষার্থী ৬৭১১৭ জন

প্রথম আলো ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখার ‘বি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ রোববার অনুষ্ঠিত হবে। দেশের ২২টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গুচ্ছের মানবিক বিভাগে প্রায় ৬৭ হাজার ১১৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষাকেন্দ্রগুলোয় কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ভর্তি পরীক্ষার উপাচার্যদের সমন্বয়ে গঠিত কোর কমিটির আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সব পরীক্ষাকেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি, একটি পরিচ্ছন্ন পরীক্ষার মাধ্যমে নতুন মাইলফলক স্থাপন করা হবে। শিক্ষার্থীরা নকলমুক্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষাকেন্দ্রের আশপাশে কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি থাকবে।’

উপাচার্য আরও বলেন, ‘পরীক্ষাগুলো কর্মদিবসে অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের সময়সচেতন হওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়ার অনুরোধ জানাব। যানজট ও অন্য ভোগান্তি এড়াতে শিক্ষার্থীদের সকাল সকালেই পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে চলে আসতে বলব।’

ফাইল ছবি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ১৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার রেজাউল করিম বলেন, ‘বিজ্ঞান শাখার মতো মানবিক শাখায় ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছি। তবে এবার পরীক্ষার্থীর সংখ্যা কম থাকায় চাপ কম থাকবে। পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের সুবিধার্থে অভিভাবকদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে তাদের নির্দিষ্ট আসনে চলে যেতে পারবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, নিরাপত্তাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করবেন। রাজধানীতে বিভিন্ন সময়ে যানজট হতে পারে। তাই পরীক্ষার্থীদের সময় হাতে রেখে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য পরামর্শ দেব।’

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও পরীক্ষা নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জানানো হয়, সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আশপাশের যানজট এড়াতে ট্রাফিক বিভাগ সহায়তা করবে।

সরেজমিন বিশ্ববিদ্যালয়টিতে দেখা যায়, সকাল থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হতে শুরু করেছেন। অনেকের সঙ্গে অভিভাবক এসেছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অপেক্ষা করছেন। পরীক্ষার্থীদের সহায়তা করার জন্য বিভিন্ন জেলার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকেও হেল্প ডেস্ক বসানো হয়েছে। এসব সহায়তাকেন্দ্রে পরীক্ষার্থীরা মুঠোফোন, ব্যাগ ও ঘড়ি জমা রাখার সুযোগ পাচ্ছেন।


ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) পাওয়া যাবে।

গুচ্ছের বিশ্ববিদ্যালয়

যে ২০টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত হয়েছে, সেগুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।