ঘরেই বসে পড়ার সুযোগ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে

কোয়ান্টাম মেকানিকস, বিগ ডাটা, বিটকয়েন, জার্নালিজম, ডেটা সায়েন্স, বিজনেস রাইটিং, সায়েন্স অ্যাট দ্য পোলস বিষয়ে পড়ার আগ্রহ যে কারও থাকতে পারে। কিন্তু মনে হতে পারে এতগুলো বিষয়ে কীভাবে পড়ব। করোনাকালে ঘরে বসে বা ঘরবন্দী জীবনে এসব কোর্সে পড়ার সুযোগ আছে অনলাইনে। সেই সুযোগ দিচ্ছে বিশ্বের কয়েকটি বিশ্ববিদ্যালয়। এর মধ্য একটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে। এ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিষয়ে অনলাইনে কোর্স করা যাবে।

২০২১ সালের ফ্রি অনলাইন কোর্স করা যাবে এই বিশ্ববিদ্যালয়টির বার্কলি কলেজে। ভিন্ন ভিন্ন কোর্সে আবেদন গ্রহণ চলছে। আগ্রহী যে কেউ ওয়েবসাইটে ঢুকে কোর্সগুলোর নিবন্ধন করতে পারবেন। কোর্সগুলো সব ইংরেজিতে করতে হবে। তবে কোনো ফি লাগবে না।  

অনলাইন কোর্সগুলোর বিষয়ের মধ্যে আছে বিগ ডাটা, ফাউন্ডেশন অব ডেটা সায়েন্স, বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন টেকনোলজি, মার্কেটিং অ্যানালিটিকস, ব্লক চেইন ফান্ডামেন্টালস, ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং উইথ স্পার্ক, জার্নালিজম ফর সোশ্যাল চেঞ্জ, ডেটা সায়েন্স, দ্য সায়েন্স অব হ্যাপিনেস, ইংরেজি সাহিত্য, ব্লক চেইন টেকনোলজি, ইংলিশ ফর জার্নালিস্ট, বিজনেস রাইটিং, অ্যাকাডেমিক অ্যান্ড বিজনেস রাইটিং, কোয়ান্টাম মেকানিকস, রাইটিং ফর সোশ্যাল মিডিয়া, ইফেকটিভ বিজনেস রাইটিং, সায়েন্স অ্যাট দ্য পোলস: বায়োলজি ফল ভোটার্স; পার্ট ১ ও ২, ব্লক চেইন প্রভৃতি।

বিশ্বের যেকোনো জায়গা থেকে যেকোনো দেশের শিক্ষার্থী অনলাইনে কোর্সের জন্য আবেদন করতে পারবেন। অনলাইন কোর্সের জন্য কোনো অর্থ দিতে হবে না শিক্ষার্থীদের। বিনা মূল্যে করা যাবে কোর্সগুলো। একেকটি কোর্স দিনের একেক সময়ে হবে। তাই চাইলে একাধিক কোর্সে অংশ নিতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। কোর্স করার জন্য বসয়সীমাও নেই। যে কেউ অংশ নিতে পারবেন। কোর্সের ভর্তির জন্য কোনো ফি লাগবে না। শিক্ষার্থীদের সুবিধামতো কোর্সের সময় ও শিডিউল পরিবর্তন করা হয়। কোর্স শেষে সার্টিফিকেট নিতে চাইলে কোর্স ভেদে অর্থ পে করতে হবে শিক্ষার্থীদের।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলে শাখাটি ১৮৬৮ সাল থেকে চালু হয়। এই শাখাটি বিশ্ববিদ্যালয়টির কয়েকটি ‘ফ্ল্যাগশিপ’ ক্যাম্পাসের একটি। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলে কলেজকে বলা হয় ‘সিটি অব লার্নিং’।

বার্কলেতে ১ হাজার ৫৮২ জন ফুলটাইম ফ্যাকাল্টি মেম্বার আছেন। আর পার্ট টাইম আছেন ৫০০ জন। ১৩০টি ডিপার্টমেন্ট আর ৮০টি রিসার্চ শাখা আছে। বার্কলে থেকে এখন পর্যন্ত ২৮ জন নোবেল পুরস্কার পেয়েছেন। বর্তমানে ৮ জন নোবেলজয়ী ও ৪ জন পুলিৎজারজয়ী এখনো ফ্যাকাল্টি হিসেবে আছেন। ২০১২ সালে সেপ্টেম্বরে বার্কলে রিসোর্স সেন্টার ফর অনলাইন এডুকেশন চালু করা হয়। এরপর থেকে বিনা মূল্য এবং মূল্য পরিশোধ করে অনলাইনে নানান কোর্সে পড়ার সুযোগ শিক্ষার্থীদের জন্য করে দেয় বার্কলে কলেজ।

  • ফ্রি অনলাইন কোর্সের আবেদন প্রক্রিয়াসহ বিস্তারিত জানতে https://www.edx.org/school/uc-berkeleyx লিংকে ঢুকে অ্যাকাউন্ট খুলে করা যাবে আবেদন।