চবির ভর্তিতে আবেদন প্রায় এক লাখ, বাড়তে পারে মেয়াদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন
প্রথম আলো ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন ইউনিট ও উপ–ইউনিটে আবেদন করেছেন ৯৫ হাজার ২০০ শিক্ষার্থী। গত ১৫ জুন থেকে আজ শুক্রবার বেলা তিনটা পর্যন্ত শিক্ষার্থীরা এই আবেদন করেন। আগামী রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। তবে দেশে বন্যা পরিস্থিতি বিবেচনায় আবেদনের সময় আরও পাঁচ দিন বাড়তে পারে।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক অনুষদের ডিন এ তথ্য জানিয়েছেন। তাঁরা বলেন, সিলেট ও নেত্রকোনা অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী আবেদন করতে পারেননি। তাঁদের কথা ভেবে মানবিক দিক বিবেচনায় সময়সীমা বাড়ানো হতে পারে।

গতকাল বৃহস্পতিবার ডিনস কমিটির এক সভায় এসব নিয়ে কথা হয় বলে জানান তাঁরা। তবে সময় বাড়ানো হবে কি না, তা নিশ্চিত জানা যাবে রোববার।

কোন ইউনিটে কত আবেদন
আজ বেলা তিনটা পর্যন্ত ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৩৮ হাজার ৯৯৫ শিক্ষার্থী। এ ছাড়া ‘বি’ ইউনিটে ২৫ হাজার ৬৭, ‘সি’ ইউনিটে ৭ হাজার ৭১৮, ‘ডি’ ইউনিটে ২৬ হাজার ৩৭১, ‘বি-১’ উপ-ইউনিটে ২ হাজার ১১৮, ‘ডি-১’ উপ-ইউনিটে ২ হাজার ৩৫০ জন ভর্তি-ইচ্ছুক আবেদন করেছেন।

আসনসংখ্যা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে ৪ হাজার ৯২৬টি আসন আছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১২টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪১টি, ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০টি। উপ-ইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে ১২৫টি ও ‘ডি-১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে। আর বাকি ৭০৭টি আসন কোটায়।