ঢামেকে এফসিপিএস পার্ট-২ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ২০২১-২২ শিক্ষাবর্ষের এফসিপিএস পার্ট-২-এর মেডিসিন, সার্জারি, শিশু এবং অবস অ্যান্ড গাইনি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ২৫ মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ঢাকা মেডিকেল কলেজের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. টিটো মিঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের জুলাই-২০২১ এফসিপিএস মেডিসিন, সার্জারি, শিশু এবং অবস অ্যান্ড গাইনি পার্ট-২ কোর্সে ভর্তি হইতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হচ্ছে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ভর্তির জন্য শর্তাবলি

১. তিন বছরের আবাসিক প্রশিক্ষণ থাকতে হবে (বিসিপিএস কর্তৃক অনুমোদিত হতে হবে)।
২. ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে অফিস চলার সময় পর্যন্ত।
৩. লিখিত পরীক্ষা ৩০ মে সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
৪. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের চাকরির মেয়াদ ন্যূনতম দুই বছর পূর্ণ হতে হবে।
৫. কোনো প্রার্থী কোনো বিষয়ে স্নাতকোত্তর পরীক্ষা, যেমন: ডিপ্লোমা বা সমপর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডিগ্রি অর্জনের তিন বছর পর একই বিষয়ে উচ্চতর ডিগ্রি, যেমন এমএস/এমডি/এমফিল/এফসিপিএস বা সমপর্যায়ের ডিগ্রি অর্জনের জন্য প্রেষণ প্রাপ্য হবেন।
৬. এ ছাড়া সরকারি অন্যান্য বিধিমালা যদি থাকে, তা প্রযোজ্য হবে।
৭. ভর্তির আবেদন ফরম (www.dmc.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।

আবেদনে যা সংযুক্ত থাকতে হবে

১. বিসিপিএস স্বীকৃত আবাসিক প্রশিক্ষণের সার্টিফিকেটের সত্যায়িত কপি।
২. এফসিপিএস প্রথম পর্ব পাসের ফলাফলের সত্যায়িত কপি।
৩. পূর্বে কোনো কোর্সে ভর্তি হয়ে থাকলে তার যোগদানের কপি।
৪. ইন্টার্নশিপ সার্টিফিকেটের সত্যায়িত কপি।
৫. বিএমডিসি কর্তৃক প্রদত্ত হালনাগাদ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সত্যায়িত কপি।
৬. দুই কপি পাসপোর্ট ছবি।
৭. জীবনবৃত্তান্ত।
৮. সরকারি প্রার্থীদের ক্ষেত্রে এইচআরএম বায়ো শর্ট।
৯. এসএসসি ও এমবিবিএস সার্টিফিকেটের সত্যায়িত কপি।
১০. যোগাযোগের জন্য ফোন বা মোবাইল নম্বর।

*ফরমের লিংকবিজ্ঞপ্তি এখানে দেখুন