বিএসএমএমইউতে গাইনি অ্যান্ড অবস সাব-স্পেশালিটি প্রশিক্ষণ, আবেদন শুরু

বিএসএমএমইউ
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গাইনি ও অবস বিভাগের সাব-স্পেশালিটিতে প্রশিক্ষণে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আবেদনের শেষ সময় ৩১ মে। সাব-স্পেশালিটিগুলো হলো—ক. রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, খ. ফেটো ম্যাটার্নাল মেডিসিন, গ. গাইনোকোলজিক্যাল অনকোলজি।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে গাইনি ও অবস বিভাগের সাব-স্পেশালিটিতে প্রশিক্ষণের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক এমএস/এফসিপিএস (অবস অ্যান্ড গাইনি) ডিগ্রিপ্রাপ্ত সরকারি, বিএসএমএমইউ এবং বেসরকারি প্রার্থীদের কাছ থেকে জুলাই-২০২১ সেশনের জন্য নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখা (ব্লক-বি, ৩য় তলা, কক্ষ নম্বর-২৩৮) থেকে সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmmu.edu.bd থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।

বিএসএমএমইউ
ছবি: সংগৃহীত

৩১ মে বেলা ২টার মধ্যে পূরণ করা আবেদনপত্র, প্রয়োজনীয় কাজগপত্র এবং পূবালী ব্যাংকের শাহবাগ শাখায় ‘বিএসএমএমইউ অ্যাডমিশন ফান্ড হিসাব নম্বর-০১৯৪৭১০২০০১৭৩১’–এ তিন হাজার টাকা জমাদানের রশিদসহ রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি সাব-স্পেশালিটিতে সরকারি দুটি, বিএসএমএমইউর একটি এবং বেসরকারি মেডিকেলের একটি আসন বরাদ্দ আছে।

*বিজ্ঞপ্তি দেখুন এখানে