বিএসএমএমইউর অটোলজি ও অনকোলজিতে ৫ চিকিৎসকের ভর্তির সুযোগ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি ও অটোল্যারিংগোলজি-হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের অধীনে এক বছর মেয়াদি ‘অ্যাডভান্সড ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম সার্জিক্যাল অনকোলজি ও অটোলজি’ কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন পাঁচ চিকিৎসক। গতকাল শনিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার মো. রসুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, এ বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অটোল্যারিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের অধীনে এক বছর মেয়াদি অ্যাডভান্সড ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম ইন সার্জিক্যাল অনকোলজি ও অটোলজি ‘জুলাই ২০২১ সেশনের জন্য নির্বাচিত প্রশিক্ষণার্থীরা অনকোলজি বিভাগীয় চেয়ারম্যান ও অটোলজি ডিভিশন কর্তৃক মনোনীত হওয়ায় এবং কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ প্রশিক্ষণ কোর্সে ভর্তির নিমিত্তে প্রেষণের আদেশ জমা দিয়ে ভর্তি হতে পারবেন।’

কোর্সে ভর্তির সুযোগ পাওয়া চিকিৎসকেরা হলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল্লাহ আল হারুন, সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট সৈয়দ নাফী মাহদী, রাজশাহী মেডিকেল কলেজের ইএনটি বিভাগের আবাসিক সার্জন ডা. মুহাম্মদ মাহমুদুল হক। এ ছাড়া বিএসএমএমইউর সার্জারি বিভাগের গবেষণা সহকারী মো. জাহাঙ্গীর হোসেন ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট সরদার রেজওয়ান নাইম।