বিএসএমএমইউর ডিপ্লোমা-এমফিল ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

বিএসএমএমইউ
ছবি: সংগৃহীত

করোনার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই ২০২১ সেশনের এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা এবং এমফিল পিএসএম ও এমপিএইচ কোর্সের ভর্তি পরীক্ষা কয়েকবার পিছিয়েছে। ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (৪ জুন) অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষার সময়সূচি এবং আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।

বিএসএমএমইউর সহ–উপাচার্য (শিক্ষা) এবং ভর্তি পরীক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই ২০২১ সেশনের এমফিল, এমএমইডি, ডিপ্লোমা এবং এমফিল পিএসএম ও এমপিএইচ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে সময়সূচি ও নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা পরীক্ষা ৪ জুন শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা এবং এমফিল, পিএসএম ও এমপিএইচ ভর্তি পরীক্ষা জুলাই ২০২১ সেশন বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ডাক্তার
ছবি: সংগৃহীত

পরীক্ষার কেন্দ্রের নাম

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস), মহাখালী; গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আজিমপুর; আইডিয়াল কলেজ, সেন্ট্রাল রোড এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

ইতিমধ্যে যাঁরা প্রবেশপত্র প্রিন্ট করে নিয়েছেন, তাঁরা এবং যাঁরা প্রিন্ট নেননি সব পরীক্ষার্থী ৩১ মে থেকে ৪ জুন সকাল ৮টা পর্যন্ত নিজ নিজ আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে বিএসএমএমইউ ওয়েবসাইট https://bsmmu.edu.bd থেকে প্রবেশপত্রের কালার প্রিন্ট নেবেন।

পরীক্ষার দিন এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা পরীক্ষার্থীদের প্রবেশপত্রসহ অবশ্যই সকাল সাড়ে ৮টার মধ্যে এবং এমফিল পিএসএম ও এমপিএইচ পরীক্ষার্থীদের প্রবেশপত্রসহ অবশ্যই বেলা ৩টার মধ্যে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
করোনার কারণে পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

কোনো পরীক্ষার্থীর দেহের তাপমাত্রা ১০০ ডিগ্রি°ফারেনহাইটের বেশি হলে অন্যান্য পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে পরীক্ষার হলে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অযোগ্য বিবেচিত হবেন।

*বিজ্ঞপ্তি দেখুন এখানে