বুয়েটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঈদের পর

বুয়েটের ভর্তি পরীক্ষা
ছবি: বুয়েটের ওয়েবসাইট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছাচ্ছে। এ সিদ্ধান্ত ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির। ভর্তি পরীক্ষার নতুন দিন-তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। পবিত্র ঈদের পর বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে তা জানিয়ে দেওয়া হবে। গত রোববার বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ডিন অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। ভর্তি পরীক্ষার নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তা পরে জানানো হবে।

ছবি: বুয়েটের ওয়েব সাইট থেকে নেওয়া

বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ৩১ মে ও ১ জুন চার শিফটে এক ঘণ্টায় ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ জুন মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নাম প্রকাশ করবে বুয়েট। আগামী ১০ জুন বুয়েটের মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১ জুলাই নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। করোনা পরিস্থিতি বিবেচনায় আগামীতে ভর্তি পরীক্ষা আয়োজনের পক্ষে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

আসনসংখ্যা

পার্বত্য চট্টগ্রাম এবং অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ মোট আসনসংখ্যা ১ হাজার ২১৫।