ম্যাটস-আইএইচটি ভর্তির আবেদন ২১ অক্টোবর থেকে

দেশের ১১টি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং ১৬টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে বুধবার (২১ অক্টোবর)। ওই দিন সকাল ১০টা থেকে শুরু হবে আবেদন। চলবে ২২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

টেলিটকের প্রিপেইড নম্বরের মাধ্যমে ৭০০ টাকা ফি পরিশোধ করে অনলাইনে আবেদন করতে হবে।

গত বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের চিঠিতে বলা হয়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বাগেরহাট, কুষ্টিয়া, নোয়াখালী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, ফরিদপুর, ঝিনাইদহ, সাতক্ষীরা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ ও নওগাঁয় অবস্থিত একটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে তিন বছর মেয়াদী কোর্স এবং এক বছর ইন্টার্নশিপসহ ডিপ্লোমা কোর্স এবং ১৫টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সের বিভিন্ন অনুষদে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে নির্দেশক্রমে অনুমোদন প্রদান করা হলো।

ভর্তির যোগ্যতা ২০১৬ থেকে ২০২০-এ এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ ন্যূনতম জিপিএ–২.৫ প্রাপ্ত হতে হবে। জীববিজ্ঞান বিষয় অবশ্যই থাকতে হবে।

যেসব প্রার্থী ‘ও’ লেভেল বা বিদেশ থেকে পাস করেছেন, তাদের ২ হাজার টাকার পে-অর্ডার জমা প্রদান করে পরিচালক চিকিৎসাশিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়নে কাছ থেকে ইকুভ্যালেন্স সার্টিফিকেট ও আইডির কোড সংগ্রহ করতে হবে। এটা ছাড়া ফরম পূরণ করা যাবে না। বিভাগীয় প্রার্থীরা পূর্বেই পরিচালক চিকিৎসাশিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের কাছ থেকে আইডি কোড সংগ্রহ করবেন।
ভর্তির নির্বাচনপদ্ধতি পরবর্তী সময়ে করোনা পরিস্থিতি বিবেচনা করে এসএমএস ওয়েবসাইটে জানানো হবে।

স্বাস্থ্যের শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে মনোনীত ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। ভর্তির জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা এবং অপেক্ষমাণ তালিকা একই সঙ্গে প্রকাশ করা হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য প্রতিষ্ঠান অধ্যক্ষের দপ্তর থেকে জানা যাবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) ‌ টে‌লিটক বাংলা‌দেশ থে‌কে বিস্তা‌রিত জানা যা‌বে।