শিক্ষামন্ত্রী সংবাদে সম্মেলন আসছেন, আসতে পারে মাধ্যমিকে ভর্তির নির্দেশনা

শিক্ষামন্ত্রী দীপু মনি
ফাইল ছবি

চলমান করোনাভাইরাস সংক্রমণের কারণে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। এই সময়ে মাধ্যমিক পর্যায়ে ভর্তিসংক্রান্ত বিষয়ে কথা বলতে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসসের খবরে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক পর্যায়ে ভর্তিসংক্রান্ত বিষয়ে নির্দেশনা আসতে পারে এ সংবাদ সম্মেলনে।

দেশে করোনার প্রকোপ দেখা দেওয়ার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আছে। করোনার সংক্রমণের কারণে চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা, অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও বাতিল করা হয়েছে। সবশেষ এ বছরের এইচএসসি পরীক্ষাও বাতিল করা হয়েছে।