শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে: উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে হুইপ আবু সাঈদ

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ
ছবি: সংগৃহীত

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে মঙ্গলবার। এতে শিক্ষায় বিভিন্ন শাখায় ২৬৪ জন, ক্রীড়ায় ১৫৩ জন ও সাংস্কৃতিক ক্ষেত্রে ১৭৭ জনসহ ৫৯৪ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরাই আগামী বাংলাদেশের কান্ডারি। এই শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মোমিনুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের হাত দিয়ে গড়ে উঠবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আ ন ম শামসুল আলম খান, সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন প্রমুখ। পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।