অনন্যা আনিষা

নূরেন ফাইজা আনিষা পড়ছেন বুয়েটে
নূরেন ফাইজা আনিষা পড়ছেন বুয়েটে

ছোটবেলা থেকেই আবৃত্তি করেন। ক্লাস সেভেনে যখন পড়তেন, বিতর্ক করেন তখন থেকে। এখন পর্যন্ত ৩২ বার বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন নূরেন ফাইজা আনিষা। কলেজে পড়ার সময় আন্তকলেজ ফিজিক্স অলিম্পিয়াডে দুবার চ্যাম্পিয়ন হন। এখন পড়ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পানিসম্পদ কৌশল বিভাগের তৃতীয় বর্ষে।

আনিষা ২০১২ সালে ভারত ও মালয়েশিয়ায় অনুষ্ঠিত দুটি বিতর্ক প্রতিযোগিতায় গিয়েছিলেন বুয়েটের প্রতিনিধি হয়ে। তার আগে ২০১১ সালে এশিয়ান ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্কে অংশ নেন তিনি। এ বছরের মে মাসে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) অনুষ্ঠিত ‘সেনোভেশন’ নামক কেস স্টাডি চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন তিনি। গবেষণা সহকারী হিসেবে কাজ করছেন জলবায়ু পরিবর্তন নিয়ে। সমপ্রতি ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (ডুয়েট) অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড অ্যাডাপটেশন’ শীর্ষক সম্মেলনে পানিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে তাঁর একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এ ছাড়া তিনি কাজ করেন বিভিন্ন কর্মশালার জন্য।

আনিষা পড়তেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাবে বিতর্ক প্রশিক্ষকের কাজ করেছেন ২০০৯-২০১০ সালে। ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন ২০১০-২০১১ সালে। সেই সময় ভিকারুননিসা নূন সায়েন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্টও ছিলেন। ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাবে তাঁর অবদানের জন্য ‘অ্যাওয়ার্ড অব রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং কনট্রিবিউশন টুওয়ার্ডস দ্য ক্লাব’ পুরস্কারটি দেওয়া হয় তাঁকে।

অর্জনের তালিকায় আছে বিতর্ক এবং উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে পাওয়া দুইটি স্বর্ণপদক। জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০০৬ সালে। আবৃত্তিতে শিশু একাডেমীর বিভাগীয় চ্যাম্পিয়ন ছিলেন তিনি। এ ছাড়া আন্তকলেজ সাংস্কৃতিক মিলনমেলায় এবং আন্তস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতায় আবৃত্তি করে পেয়েছেন পুরস্কার।

তাঁর প্রিয় কবির তালিকাটা বেশ দীর্ঘ। জীবনানন্দ দাশ, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ আর শক্তি চট্টোপাধ্যায়ের লেখা ভালো লাগে তাঁর। স্প্যানিশ ভাষা শিখছেন শখ করে। ছোটবেলায় চাইতেন শিক্ষক হতে। এখন নিজের পড়াশোনার পাশাপাশি পড়াতে চেষ্টা করেন এমন শিশুদের, যাদের গৃহশিক্ষক রেখে পড়ার সামর্থ্য নেই।

পানি কেন সম্পদ একদিন মানুষ তা বুঝবে, এমন স্বপ্ন দেখেন আনিষা। বাংলাদেশের কৃষি, অর্থনীতি, জলবায়ু—সবকিছুই পানির ওপর নির্ভরশীল। পানিসম্পদ কৌশল নিয়ে পড়তে প্রতিবছর ৩০ জন শিক্ষার্থী ভর্তি হন বুয়েটে। পানিসম্পদ নিয়ে পরবর্তী প্রজন্মে আরও মানুষ কাজ করুক, এমনটাই চাওয়া তাঁর।