হাবিপ্রবির ভর্তি আবেদন ১ অক্টোবর শুরু

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ অক্টোবর থেকে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ছবি: সংগৃহীত
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ অক্টোবর থেকে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ছবি: সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ অক্টোবর থেকে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। অনলাইন অথবা মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।

আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারে ৮টি অনুষদের অধীনে ২০টি কোর্সে মোট ২ হাজার ৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। ভর্তির আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) মোবাইল ব্যাংকিং অথবা এজেন্ট পয়েন্টের মাধ্যমে প্রদান করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd/admission) যাবতীয় তথ্য পাওয়া যাবে।

মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত হিসেবে ৫ শতাংশ আসন এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত থাকবে। এর বাইরে সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে।