সপ্তাহের সাধারণ জ্ঞান

>

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কিংবা চাকরির ক্ষেত্রে আমাদের সাধারণ জ্ঞানের পরীক্ষা দিতে হয়। এই বিভাগে থাকছে গত ৭ দিনের পত্রিকায় ছাপা হওয়া কিছু তথ্য।

● সমাচার দর্পণ কী ধরনের পত্রিকা ছিল?

সাপ্তাহিক

● সিপিডি–এর পূর্ণরূপ কী?

সেন্টার ফর পলিসি ডায়ালগ

● সিপিডি কী ধরনের প্রতিষ্ঠান?

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান

● জাতিসংঘের আবহাওয়া সংস্থা কোনটি?

ডব্লিউএমও

● শিশু অধিকার নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ ইউনিসেফ কর্তৃক গণমাধ্যমকর্মীদের কোন পুরস্কারটি দেওয়া হয়?

মীনা মিডিয়া অ্যাওয়ার্ড

● ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০: ২০১৯’ তালিকায় কত জন বাংলাদেশি স্থান পেয়েছেন?

২ জন (সানি সানওয়ার এবং জি এম মাহমুদ আরিফ পাভেল)

● টেস্ট অভিষেকে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ড কার?

বাংলাদেশি অফ স্পিনার নাঈম হাসানের

● গারো সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবের নাম কী?

ঢাক ওয়ানগালা

● বিল গেটস কবে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন?

১৯৭৫ সালের ৪ এপ্রিল

● নতুন আইন অনুযায়ী কত শতাংশ শ্রমিকের সম্মতি থাকলে ট্রেড ইউনিয়ন নিবন্ধন করা যাবে?

২০ শতাংশ

● ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্টের নাম?

ডোনাল্ড টাস্ক

● ব্রেক্সিট চুক্তি কবে অনুমোদন পায়?

২৫ নভেম্বর, ২০১৮

● কত সালে ভারতে বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল?

৬ ডিসেম্বর ১৯৯২ সালে

● শেয়ারবাজারে নগদ লেনদেনের বাজারকে কী বলা হয়?

স্পট মার্কেট

● আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)–এর ‘বৈশ্বিক মজুরি প্রতিবেদন: ২০১৮-১৯’ অনুযায়ী ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশে বছরে কত হারে প্রকৃত মজুরি বেড়েছে?

৩ দশমিক ৪ শতাংশ হারে

● জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী গত বছর কত শতাংশ নারী খুন হয় পরিবারের সদস্যদের হাতে?

৫৮ শতাংশ

● সম্প্রতি কোন বিজ্ঞানী জিন-সম্পাদিত প্রথম মানবশিশুর জন্ম দিয়েছেন বলে দাবি করেছেন?

চীনা বিজ্ঞানী হি জিয়াংকুই

● সম্প্রতি মঙ্গলে পাঠানো নাসার মহাকাশযানটির নাম কী?

ইনসাইট

● বিশ্বে কোন প্রতিষ্ঠানটি প্রথম এক লাখ কোটি ডলার মূল্যের প্রতিষ্ঠান হওয়ার কৃতিত্ব অর্জন করে?

অ্যাপল

● বিবিএস (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)–এর জরিপ অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরের হিসাবে দেশে বেকারের সংখ্যা কত?

২৬ লাখ ৭৭ হাজার

● বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী দেশে দারিদ্র্য হার কত?

১৩ দশমিক ৬ শতাংশ

● কৃষ্ণসাগর ও অ্যাজোভ সাগরের সংযোগকারী প্রণালি কোনটি?

কার্চ প্রণালি

● কবে যুক্তরাজ্য ইইউ থেকে বিচ্ছেদ (ব্রেক্সিট)–এর সিদ্ধান্ত নেয়?

২৩ জুন ২০১৬, গণভোটের মাধ্যমে

● অ্যাপভিত্তিক পরিবহন সেবা ‘উবার’ কোথায় এবং কবে প্রথম চালু হয়?

যুক্তরাষ্ট্রে, ২০০৯ সালে (যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান)

● এবার বিপিএলের কততম আসর শুরু হতে যাচ্ছে?

ষষ্ঠ

গ্রন্থনা: মাহবুব আলম