সপ্তাহের সাধারণ জ্ঞান

>

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কিংবা চাকরির ক্ষেত্রে আমাদের সাধারণ জ্ঞানের পরীক্ষা দিতে হয়। এই বিভাগে থাকছে গত ৭ দিনের পত্রিকায় ছাপা হওয়া কিছু তথ্য।

*প্রথমবারের মতো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিযুক্ত হয়েছেন একজন নারী। তাঁর নাম কী?

 উত্তর: ভারতের কলকাতার গীতা গোপীনাথ।

 *বিশ্বব্যাংকের মতে, কোন অঞ্চল বিশ্বের সবচেয়ে দ্রুত অগ্রসরমাণ অর্থনৈতিক অঞ্চল?

 উত্তর: দক্ষিণ এশিয়া।

*কলকাতায় প্রথমবারের মতো নির্বাচিত মুসলিম মেয়র কে?

 উত্তর: ফিরহাদ হাকিম।

*বৈশ্বিক পাসপোর্ট সূচক ২০১৯-এর তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর: ৯৭তম (২০১৮ সালে ছিল ১০০তম) ।

*কাঁঠাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর: দ্বিতীয় ।

*আয়তনের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে কততম?

৯৪তম ।

*বাংলাদেশের কোন জেলায় কুঁড়ার তেল উৎপাদিত হয়?

উত্তর: বগুড়ায়।

*কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে মানুষের জীবনযাত্রার ব্যয় কত শতাংশ বেড়েছে?

উত্তর: ৬ শতাংশ (২০১৭ সালে ছিল ৮ দশমিক ৪৪) ।

*কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে পণ্যমূল্য ও সেবা সার্ভিসের মূল্য বেড়েছে কত শতাংশ?

উত্তর: ৫ দশমিক ১৯ শতাংশ (২০১৭ সালে ছিল ৭ দশমিক ১৭ শতাংশ)

*ঢাকায় বাণিজ্য মেলার আয়োজক কে?

উত্তর: রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ।

*বাংলাদেশের কোথায় জাপান এক হাজার একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে?

উত্তর: নারায়ণগঞ্জের আড়াইহাজারে

*গ্রামীণ সড়ক উন্নয়নে কে বাংলাদেশকে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে?

উত্তর: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ।

*হেমন্ত মেলার আয়োজক কে?

উত্তর: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) ।

*সম্প্রতি নোবেল বিজয়ী কোন মার্কিন বিজ্ঞানী বর্ণবাদী মন্তব্য করে নিজের পদ হারিয়েছেন?

উত্তর: জেমস ওয়াটসন।

*কোন দেশি মুদ্রার নাম লিরা?

উত্তর: তুরস্কের।

*জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০ কত সালে করা হয়?

উত্তর: ২০১১ সালে।

*বাংলাদেশ-ভারত সীমান্ত হাট কোথায় অবস্থিত?

উত্তর: ফেনীর ছাগলনাইয়ার রাধানগরে।

*পরিবার থেকে পালিয়ে যাওয়া সৌদি তরুণী রাহাফ মোহাম্মদ আল কুনুনকে কোন দেশ আশ্রয় দিয়েছে?

উত্তর: কানাডা।

*জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে কততম?

উত্তর: অষ্টম ।

*বাংলাদেশের মোট কতটি পণ্য জিআই (জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন) সনদ পেয়েছে?

উত্তর: ২টি (প্রথমটি জামদানি, দ্বিতীয়টি ইলিশ) ।

*বাংলাদেশে নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের নাম কী?

উত্তর: মোহাম্মদ রেজা নাওফর।

*বাংলাদেশ ডায়াবেটিক সমিতির বিশেষ গবেষণা জরিপ অনুযায়ী, দেশের গ্রামীণ জনগোষ্ঠীর কত শতাংশ ডায়াবেটিস রোগে আক্রান্ত?

উত্তর: ১০ দশমিক ১৫ শতাংশ।

*২০১৮ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহক কত?

উত্তর: ১৫ দশমিক ৬৯ কোটি।

*চলতি অর্থবছরে এডিপির (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) আকার কত?

১ লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি টাকা (১ হাজার ৫০৭টি প্রকল্প) ।

গ্রন্থনা: মাহবুব আলম

*শরণার্থীদের নিয়ে লেখা নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইয়ের সম্প্রতি প্রকাশিত বইটির নাম কী?

উত্তর: উই আর ডিসপ্লেসড।