'নিরিখ' আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন সমাপ্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ‘নিরিখ’ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন সমাপ্ত হয়েছে। গতকাল রোববার দুই দিনব্যাপী সম্মেলন শেষ হয়। ‘তত্ত্ব ও বাংলার সাহিত্য সংস্কৃতি’ প্রতিপাদ্য সামনে রেখে শিল্প ও সমাজবিষয়ক সাময়িকী নিরিখ এ সম্মেলনের আয়োজন করে।

গতকাল সকালে শহীদ সুখরঞ্জন সমাদ্দার টিএসসিসিতে ‘পার্টিশন-তত্ত্ব ও পার্টিশন-সাহিত্য’ বিষয়ে প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। এতে কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শর্মিষ্ঠা চ্যাটার্জি ও নেতাজি সুভাষ চন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনন কুমার মণ্ডল অংশগ্রহণ করেন। পরে চারটি অধিবেশন অনুষ্ঠিত হয়।

গত শনিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তপোধীর ভট্টাচার্য। অধ্যাপক সফিকুন্নবী সামাদীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য এম আবদুস সোবহান, বিশেষ অতিথি সহ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া, জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হান্স হার্ডার প্রমুখ উপস্থিত ছিলেন।

দুই দিনে মোট আটটি অধিবেশনে বাংলাদেশ, ভারত ও জার্মানির প্রায় ৬০ জন সাহিত্য-গবেষক বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। সম্মেলনে দেশি-বিদেশি তিন শতাধিক শিক্ষার্থী-গবেষক অংশ নেন। গ্রহণ করেন।

এর আগে ২০১৭ সালের মার্চ মাসে ‘বাংলার সাহিত্য, বাঙালির সাহিত্য’ শিরোনামে প্রথম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়।