এসএসসিতে জিপিএ-৫ কমেছে

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হয়েছে। ছবি: প্রথম আলো
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হয়েছে। ছবি: প্রথম আলো

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার বাড়লেও কমেছে ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫।

এবার এসএসসিতে পাসের হার ৩ দশমিক ৪০ শতাংশ বেড়ে হয়েছে ৮২ দশমিক ৮০ শতাংশ,যা গতবার ছিল ৭৯ দশমিক ৪০ শতাংশ।

তবে এবার এসএসসিতে গতবারের চেয়ে জিপিএ-৫ কমেছে ৮ হাজার ২৮৯।

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ১০টি শিক্ষা বোর্ডের অধীন এই তিন পরীক্ষায় গড় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ।

এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন শুধু এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৬ লাখ ৯৪ হাজার ৬৫২ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৪ লাখ ৩ হাজার ১৫৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৪ হাজার ৫৫৬ জন, যা পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৫ দশমিক ৫৮ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ২ হাজার ৮৪৫ জন পরীক্ষার্থী।

এবার যত জিপিএ-৫ পেয়েছে, তার মধ্যে বিজ্ঞানেই পেয়েছে ৯১ হাজার ৩৩ জন। তবে গতবারের চেয়ে এই সংখ্যা কম। গতবার বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছিল ৯৭ হাজার ৭৮০ জন। এ ছাড়া এবার মানবিকে ১ হাজার ৪৩৬ জন এবং ব্যবসায় শিক্ষায় ২ হাজার ৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।