খুলনা বিশ্ববিদ্যালয় এবার দ্বিগুণ বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে এবার বিদেশি শিক্ষার্থীদের ভর্তির আসন বাড়িয়ে দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান। ভর্তি কমিটির সদস্য বিভিন্ন স্কুলের (অনুষদ) ডিন ও সচিব রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।


বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, এর আগে প্রতি ডিসিপ্লিনে (বিভাগ) প্রতিবছর একজন করে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ রাখা হয়েছিল। কিন্তু কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ বছর থেকে দুজন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনে এবার ৫৮ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ভর্তির ক্ষেত্রে টিউশন ফিসহ আনুষঙ্গিক খরচ কমিয়ে দেশের সাধারণ শিক্ষার্থীর সমপর্যায়ে আনা হয়েছে (আবাসন খরচ ছাড়া)।

এর আগের ভর্তি কমিটির সভায় আগামী ২ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার তারিখ নির্ধারণ করা হয়।